চলে গেলেন কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল
দেহান্তর হল কবি পার্থপ্রতিম কাঞ্জিলাল-এর । ২৩ ডিসেম্বর ১৯৪৯ খ্রিস্টাব্দে কলকাতায় জন্ম । তাঁর প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে "দেবী", "রাত্রি চতুর্দশী ", "টেবিল , দূরের সন্ধ্যা ", "পাঠকের সঙ্গে , ব্যক্তিগত " , "কবিতা সংগ্রহ " প্রভৃতি উল্লেখযোগ্য । একাধিক পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন । আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন । কবিকে আমাদের গভীর শ্রদ্ধা জানাই । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
- সৌমেন সাউ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন