কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩
সোমনাথ বেনিয়া
বহুদূরে কোনো স্থাপত্য হুড়মুড়িয়ে ভাঙছে, কে নাচছে তুমুল
তার পায়ের নুপূর কোন অভিমানে শিলাতে করছে আঘাত
এদিকে কৃষকের ঘাম খেয়ে সূর্যের আয়ু বাড়ছে, লাঙলে নুন
ভবিষ্যৎ তখন মিড ডে মিলের ডিমের কুসুমে প্রোটিন খোঁজে
বিভেদের কথা উঠলে রঙের বাক্স খোলা, তুলির মাথাঠোকা শুরু
শিল্পের কাছাকাছি দাঁড়িয়ে ফসলের জ্যামিতি প্রকৃতি সুন্দরী
অভিবাদন জানাবে যে আলপথ সে পতাকার রাজনীতির শিকার
তাই কি কেউ জ্যোৎস্নাপ্লাবিত রাতে জানালা খুলে বাঁশি বাজায়
বাঁশের মাচার উপর শুয়ে থাকা ভবঘুরের নির্জনতা খানখান
ছুটি দাও ব্যাকুল মনের হীন রথে বসে থাকা সারথির মধ্যাহ্নকে
অঞ্চল বলতে আঁচল শুনে পাশের বাড়ির ওড়না উড়ে আসে
আশ্চর্য আতরের গন্ধ অসংখ্য আসন পাতে প্রিয়জনকে চাইতে
মনের ঘুসঘুসে জ্বর কীভাবে কমবে, ঘুমালে হতাশার ধুনুচিতে
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৩
সোমনাথ বেনিয়া
বহুদূরে কোনো স্থাপত্য হুড়মুড়িয়ে ভাঙছে, কে নাচছে তুমুল
তার পায়ের নুপূর কোন অভিমানে শিলাতে করছে আঘাত
এদিকে কৃষকের ঘাম খেয়ে সূর্যের আয়ু বাড়ছে, লাঙলে নুন
ভবিষ্যৎ তখন মিড ডে মিলের ডিমের কুসুমে প্রোটিন খোঁজে
বিভেদের কথা উঠলে রঙের বাক্স খোলা, তুলির মাথাঠোকা শুরু
শিল্পের কাছাকাছি দাঁড়িয়ে ফসলের জ্যামিতি প্রকৃতি সুন্দরী
অভিবাদন জানাবে যে আলপথ সে পতাকার রাজনীতির শিকার
তাই কি কেউ জ্যোৎস্নাপ্লাবিত রাতে জানালা খুলে বাঁশি বাজায়
বাঁশের মাচার উপর শুয়ে থাকা ভবঘুরের নির্জনতা খানখান
ছুটি দাও ব্যাকুল মনের হীন রথে বসে থাকা সারথির মধ্যাহ্নকে
অঞ্চল বলতে আঁচল শুনে পাশের বাড়ির ওড়না উড়ে আসে
আশ্চর্য আতরের গন্ধ অসংখ্য আসন পাতে প্রিয়জনকে চাইতে
মনের ঘুসঘুসে জ্বর কীভাবে কমবে, ঘুমালে হতাশার ধুনুচিতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন