কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
বিদায় হে বিষাদ হে বিষণ্ণতা । কমল মুখোপাধ্যায় । শিলীন্ধ্র । ষাট টাকা ।
কবি কমল মুখোপাধ্যায়ের ' বিদায় হে বিষাদ হে বিষণ্ণতা ' কাব্যগ্রন্থের ভেতরে দুঃখ বেদনা প্রতিবাদের ঝোঁক লক্ষ্য করি, তবে ' যারা এসেছিল তারাও মানব সন্তান/ অথচ কি নির্দয় নিষ্ঠুর তবু মানুষেরপ্রতি ..'
( ' আততায়ী ') , ' গ্রামে গন্ঞ্জে শহরে বন্দরে আজও/ জমে ওঠে পচে ওঠে সবহারা মানুষের শব ।' ( ' ভুল স্বদেশ ') - এর মতো স্ট্রেট ব্যাটে খেলে দেওয়া কবিতার সঙ্গে আরো বেশ কিছু কবিতার ক্ষেত্রে কবির কাব্যিক অবস্থান নিয়ে সংশয় তৈরি হয় ।
তবু বর্ষিয়াণ এই কবির উচ্চারণ এক ঝলক হলেও দোলা দেয়: ' আমি চা-এর কথা ভাবতে ভাবতে আগুনের কথা/ ধোঁয়ার কথা ভাবতে ভাবতে মিলিয়ে যেতে থাকি/ কোথায়...কতদূরে... কোন মহাশূন্যে ...'
(' চা-ভাবনা '), ' সন্ন্যাসীর নিভন্ত অগ্নিকুন্ড থেকে ধোঁয়া উঠছে/ মাটি কামড়ে পড়ে আছে কিছু শিশু/ একদিন তারাও বড় হয়ে সন্ন্যাসী হবে । '
বলতে বাধ্য হচ্ছি, কবি হাইকু নামে যে পাঁচটি অনু কবিতা লিখেছেন তার ভেতরে ' তুমি যাও আপিসে/ আমি ঢুকি ট্রাপিজে/ কাজে আর ভন্ডামিতে দিন যায় ' এর মতো উদাহরণ পড়লেই হাইকু নিয়ে যাদের সামান্য চিন্তাভাবনা আছে তারা বুঝবেন তা আদৌ হাইকু কিনা । আক্ষেপ এই, এ কাব্যগ্রন্থের ভেতরে যা আশা করেছিলাম তা মিটলো না । কবিকৃত প্রচ্ছদটির সোজাসাপ্টা লেটারিং ও কালার কম্বিনেশন ভালো লাগে ।
বিদায় হে বিষাদ হে বিষণ্ণতা । কমল মুখোপাধ্যায় । শিলীন্ধ্র । ষাট টাকা ।
কবি কমল মুখোপাধ্যায়ের ' বিদায় হে বিষাদ হে বিষণ্ণতা ' কাব্যগ্রন্থের ভেতরে দুঃখ বেদনা প্রতিবাদের ঝোঁক লক্ষ্য করি, তবে ' যারা এসেছিল তারাও মানব সন্তান/ অথচ কি নির্দয় নিষ্ঠুর তবু মানুষেরপ্রতি ..'
( ' আততায়ী ') , ' গ্রামে গন্ঞ্জে শহরে বন্দরে আজও/ জমে ওঠে পচে ওঠে সবহারা মানুষের শব ।' ( ' ভুল স্বদেশ ') - এর মতো স্ট্রেট ব্যাটে খেলে দেওয়া কবিতার সঙ্গে আরো বেশ কিছু কবিতার ক্ষেত্রে কবির কাব্যিক অবস্থান নিয়ে সংশয় তৈরি হয় ।
তবু বর্ষিয়াণ এই কবির উচ্চারণ এক ঝলক হলেও দোলা দেয়: ' আমি চা-এর কথা ভাবতে ভাবতে আগুনের কথা/ ধোঁয়ার কথা ভাবতে ভাবতে মিলিয়ে যেতে থাকি/ কোথায়...কতদূরে... কোন মহাশূন্যে ...'
(' চা-ভাবনা '), ' সন্ন্যাসীর নিভন্ত অগ্নিকুন্ড থেকে ধোঁয়া উঠছে/ মাটি কামড়ে পড়ে আছে কিছু শিশু/ একদিন তারাও বড় হয়ে সন্ন্যাসী হবে । '
বলতে বাধ্য হচ্ছি, কবি হাইকু নামে যে পাঁচটি অনু কবিতা লিখেছেন তার ভেতরে ' তুমি যাও আপিসে/ আমি ঢুকি ট্রাপিজে/ কাজে আর ভন্ডামিতে দিন যায় ' এর মতো উদাহরণ পড়লেই হাইকু নিয়ে যাদের সামান্য চিন্তাভাবনা আছে তারা বুঝবেন তা আদৌ হাইকু কিনা । আক্ষেপ এই, এ কাব্যগ্রন্থের ভেতরে যা আশা করেছিলাম তা মিটলো না । কবিকৃত প্রচ্ছদটির সোজাসাপ্টা লেটারিং ও কালার কম্বিনেশন ভালো লাগে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন