সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
১২৬.
একটা কথা আপনারা অনেকেই জানেন আমি সম্পাদনা এবং প্রকাশনা-র ক্ষেত্রে মাননীয় বুদ্ধদেব বসু-কে অনুসরণ করি। এই বার্তাটি যাঁদের জানা ছিল না , তাঁরা জেনে গেলেন। আর যাঁরা আগে জানতেন তাঁদের আরো একবার জানালাম। অধিক-এ কোনো দোষ নেই , এই গুরুবাক্যটিকে মর্যাদা দিলাম। আসলে আমি প্রবাদ শব্দটির প্রতিশব্দ করলাম গুরুবাক্য। যাঁর কথা প্রবাদ হয়ে যায় , তাঁকে গুরুপদে বরণ করে নিলে , যাঁদের বাসনা হবে তাঁরা নিন্দাও করতে পারেন।
বলছিলাম কবি বুদ্ধদেবের অনুসরণ প্রসঙ্গে।
বুদ্ধদেব বসু প্রতিষ্ঠিত ' কবিতাভবন ' - কে প্রথম কবিতাপ্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে থাকি। শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করে বুদ্ধদেব বসু যেসব মহান কাণ্ডকারখানা করেছিলেন তা তাঁর আত্মজীবনী মূলক গ্রন্থে মুদ্রিত আছে।
কবি বুদ্ধদেব বসু বলেছিলেন --- ' কবিতা ' বের করার সময় বা পরবর্তীকালে , আমাদের সামনে কোনো স্পষ্ট আদর্শ ছিলো , এ-কথা বললে অত্যুক্তি হবে। যেটা ছিল ,সেটা মনের একটা ইচ্ছা মাত্র , খুব বড়ো কোনোও ইচ্ছেও নয় ;.... কবিতার জন্য পরিচ্ছন্ন আর নিভৃত একটু স্থান করে দেবো ...... যাতে তারই জন্য নির্দিষ্ট খেয়ায় সধর্মীর সঙ্গে সসম্মানে সে পৌঁছতে পারে স্বল্প সংখ্যক সুনির্বাচিত পাঠকের কাছে --- এটুকু মাত্র ইচ্ছা করেছিলাম। "
কবিতাপাক্ষিক-এর প্রথম সংখ্যায় ' কেন কবিতাপাক্ষিক ' শিরোনামে কবি বুদ্ধদেবকে স্মরণ করেছিলাম। ছাপা হয়েছিল নীল কাগজে।
আরো যোগ করেছিলাম , নিশ্চিতরূপে বলা যায়---
কবি বুদ্ধদেবের সব ইচ্ছে পূরণ হয়নি। কাজেই তাঁর কথাটিকে আমরা ' স্পষ্ট আদর্শ ' রূপে গ্রহণ করে অগ্রসর হলাম ' কবিতাপাক্ষিক ' প্রকাশে।
১৪০০ বঙ্গাব্দের ২৪ শে বৈশাখ কবিতাপাক্ষিক-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। আর দ্বিতীয় বছরের ২৪শে বৈশাখ অর্থাৎ ১৪০১ বঙ্গাব্দের ২৪ শে বৈশাখ কলকাতা প্রেস ক্লাবে কবিতাপাক্ষিক গ্রন্থমালা সিরিজের ১০ টি কবিতার বই-এর আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন আলোক সরকার।
এই প্রকল্পও কবি বুদ্ধদেব -কে অনুসরণ করেই রচিত হয়েছিল। এখন ১০ টি বই-এর সূচি দেখে নিন :
১॥ কাননকুমার ভৌমিক ॥ আত্মপক্ষের কবিতা
২॥ রবীন্দু বিশ্বাস ॥ সাংসারিক
৩॥ সমীরণ মজুমদার ॥ অন্য কবিতা, অন্য স্বর
৪॥ রাজকল্যাণ চেল ॥ তৈরি হচ্ছে পাহাড়
৫॥নাসের হোসেন ॥ জামার ভুবন।
৬॥ জহর সেনমজুমদার॥করোটির ক্লাস
৭॥ খোকন বসু॥ পৃথ্বীপুরাণ , আর্ষদোষে
৮॥ অরূপ আচার্য॥ মিতা মানে মিত্রপক্ষ
৯॥ সুমিতেশ সরকার॥ শুভেচ্ছা মমিঘর ছুঁয়ে
১০॥ প্রদীপেন্দু মৈত্র॥ ভালোবাসার অন্য নাম
প্রথম ৯টি দাম ছিল ১০ টাকা করে।
১০ নম্বরেরটি ৫ টাকা।
প্রথম ৯ টি ২ ফর্মা। ৩২ পৃষ্ঠা।
বাকিটি ১ ফর্মা বা ১৬ পৃষ্ঠা।
প্রতিটি লিম বই। ল্যামিনেশন করা প্রচ্ছদ। একই প্রচ্ছদ । প্রচ্ছদ-শিল্পী : শিব চৌধুরী।
এই সিরিজ কবিতার বই প্রকাশনার ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছিল।
এখানে আবার স্বীকার করছি কবি বুদ্ধদেব-কে মাথায় রেখেছিলাম , কেবলমাত্র এই কারণেই আমরা সার্থক হয়েছিলাম।
প্রভাত চৌধুরী
১২৬.
একটা কথা আপনারা অনেকেই জানেন আমি সম্পাদনা এবং প্রকাশনা-র ক্ষেত্রে মাননীয় বুদ্ধদেব বসু-কে অনুসরণ করি। এই বার্তাটি যাঁদের জানা ছিল না , তাঁরা জেনে গেলেন। আর যাঁরা আগে জানতেন তাঁদের আরো একবার জানালাম। অধিক-এ কোনো দোষ নেই , এই গুরুবাক্যটিকে মর্যাদা দিলাম। আসলে আমি প্রবাদ শব্দটির প্রতিশব্দ করলাম গুরুবাক্য। যাঁর কথা প্রবাদ হয়ে যায় , তাঁকে গুরুপদে বরণ করে নিলে , যাঁদের বাসনা হবে তাঁরা নিন্দাও করতে পারেন।
বলছিলাম কবি বুদ্ধদেবের অনুসরণ প্রসঙ্গে।
বুদ্ধদেব বসু প্রতিষ্ঠিত ' কবিতাভবন ' - কে প্রথম কবিতাপ্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে থাকি। শুধুমাত্র কবিতাকে কেন্দ্র করে বুদ্ধদেব বসু যেসব মহান কাণ্ডকারখানা করেছিলেন তা তাঁর আত্মজীবনী মূলক গ্রন্থে মুদ্রিত আছে।
কবি বুদ্ধদেব বসু বলেছিলেন --- ' কবিতা ' বের করার সময় বা পরবর্তীকালে , আমাদের সামনে কোনো স্পষ্ট আদর্শ ছিলো , এ-কথা বললে অত্যুক্তি হবে। যেটা ছিল ,সেটা মনের একটা ইচ্ছা মাত্র , খুব বড়ো কোনোও ইচ্ছেও নয় ;.... কবিতার জন্য পরিচ্ছন্ন আর নিভৃত একটু স্থান করে দেবো ...... যাতে তারই জন্য নির্দিষ্ট খেয়ায় সধর্মীর সঙ্গে সসম্মানে সে পৌঁছতে পারে স্বল্প সংখ্যক সুনির্বাচিত পাঠকের কাছে --- এটুকু মাত্র ইচ্ছা করেছিলাম। "
কবিতাপাক্ষিক-এর প্রথম সংখ্যায় ' কেন কবিতাপাক্ষিক ' শিরোনামে কবি বুদ্ধদেবকে স্মরণ করেছিলাম। ছাপা হয়েছিল নীল কাগজে।
আরো যোগ করেছিলাম , নিশ্চিতরূপে বলা যায়---
কবি বুদ্ধদেবের সব ইচ্ছে পূরণ হয়নি। কাজেই তাঁর কথাটিকে আমরা ' স্পষ্ট আদর্শ ' রূপে গ্রহণ করে অগ্রসর হলাম ' কবিতাপাক্ষিক ' প্রকাশে।
১৪০০ বঙ্গাব্দের ২৪ শে বৈশাখ কবিতাপাক্ষিক-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়। আর দ্বিতীয় বছরের ২৪শে বৈশাখ অর্থাৎ ১৪০১ বঙ্গাব্দের ২৪ শে বৈশাখ কলকাতা প্রেস ক্লাবে কবিতাপাক্ষিক গ্রন্থমালা সিরিজের ১০ টি কবিতার বই-এর আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন আলোক সরকার।
এই প্রকল্পও কবি বুদ্ধদেব -কে অনুসরণ করেই রচিত হয়েছিল। এখন ১০ টি বই-এর সূচি দেখে নিন :
১॥ কাননকুমার ভৌমিক ॥ আত্মপক্ষের কবিতা
২॥ রবীন্দু বিশ্বাস ॥ সাংসারিক
৩॥ সমীরণ মজুমদার ॥ অন্য কবিতা, অন্য স্বর
৪॥ রাজকল্যাণ চেল ॥ তৈরি হচ্ছে পাহাড়
৫॥নাসের হোসেন ॥ জামার ভুবন।
৬॥ জহর সেনমজুমদার॥করোটির ক্লাস
৭॥ খোকন বসু॥ পৃথ্বীপুরাণ , আর্ষদোষে
৮॥ অরূপ আচার্য॥ মিতা মানে মিত্রপক্ষ
৯॥ সুমিতেশ সরকার॥ শুভেচ্ছা মমিঘর ছুঁয়ে
১০॥ প্রদীপেন্দু মৈত্র॥ ভালোবাসার অন্য নাম
প্রথম ৯টি দাম ছিল ১০ টাকা করে।
১০ নম্বরেরটি ৫ টাকা।
প্রথম ৯ টি ২ ফর্মা। ৩২ পৃষ্ঠা।
বাকিটি ১ ফর্মা বা ১৬ পৃষ্ঠা।
প্রতিটি লিম বই। ল্যামিনেশন করা প্রচ্ছদ। একই প্রচ্ছদ । প্রচ্ছদ-শিল্পী : শিব চৌধুরী।
এই সিরিজ কবিতার বই প্রকাশনার ক্ষেত্রে নতুন দিশা দেখিয়েছিল।
এখানে আবার স্বীকার করছি কবি বুদ্ধদেব-কে মাথায় রেখেছিলাম , কেবলমাত্র এই কারণেই আমরা সার্থক হয়েছিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন