আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৭৩১
উষ্ণতা/ লু/ ফসলহীন
) খরা (
আগুন ছড়ায় প্রকৃতি তখন।
৭৩২
তুষার/ বরফ/ হাওয়া
) হিমবাহ (
জীবনে আলাদা স্বাদ আনে ।
৭৩৩
আবর্জনা/ ফেলনা/ দোষ
) সাফাই (
পরিবেশ পরিস্থিতি সুস্থ করে ।
৭৩৪
বিসমিল্লা/ পোঁ / বিয়েবাড়ি
)সানাই (
মন কেমন করা মুর্ছনা !
৭৩৫
ত্রিসুর/ যন্ত্রানুষঙ্গ/ মাধুর্য
) তানপুরা (
একই সুরে মন ঘোরে ।
নীলাঞ্জন কুমার
৭৩১
উষ্ণতা/ লু/ ফসলহীন
) খরা (
আগুন ছড়ায় প্রকৃতি তখন।
৭৩২
তুষার/ বরফ/ হাওয়া
) হিমবাহ (
জীবনে আলাদা স্বাদ আনে ।
৭৩৩
আবর্জনা/ ফেলনা/ দোষ
) সাফাই (
পরিবেশ পরিস্থিতি সুস্থ করে ।
৭৩৪
বিসমিল্লা/ পোঁ / বিয়েবাড়ি
)সানাই (
মন কেমন করা মুর্ছনা !
৭৩৫
ত্রিসুর/ যন্ত্রানুষঙ্গ/ মাধুর্য
) তানপুরা (
একই সুরে মন ঘোরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন