রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || বিবর্ত

কিছু বই কিছু কথা ।নীলাঞ্জন কুমার 

বিবর্ত । নন্দিতা ঘোষ । প্রমা প্রকাশনী । চল্লিশ টাকা ।

' তারপর স্বপ্নে দেখি তুমি শরীর বিলালে বলেই/  একদল নাবিক এসে ঘর বাঁধলো দরিয়ায় । ' ( ' সমুদ্রমন্থন ') , ' যেখানে জল ছুঁয়ে শুয়ে থাকে চাঁদ/  সাগর সঙ্গমে ' ( ' দৃশ্য ') - র মতো উচ্চারণের ভেতর দিয়ে যৌনতা,  আবেগ,  আটপৌরে চিন্তাধারা ছড়িয়ে দিয়ে কবিতার সামনে দাঁড়াতে আগ্রহী ছিলেন প্রয়াতা কবি নন্দিতা ঘোষ । সে কারণে তাঁকে আরো বেশি লিখতে দেখি তাঁর কাব্যগ্রন্থ ' বিবর্ত ' ( প্রকাশ: ২০১৩) -তে ' আমি ধর্ষিতা হতে হতে গণিকা হয়ে গেলাম / চিন্হিত হতে হতে অচ্ছুত হয়ে গেলাম/  পুড়ে ছাই হয়ে গেল বোধনের পরিভাষা ' ( 'অনিকেত ') , ' মনে হয় তুচ্ছ করে দিই ভবিতব্য/  টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলি সমস্ত মুখোশ ' - এর মতো উচ্চগ্রামের নারীকষ্টের কবিতা ।
     নন্দিতা হয়তো অনেক সময়ই তাঁর কবিতা সরলভাবে বলার চেষ্টা করছেন, কখনো অতিসরলীকরণ চোখে পড়েছে,  কখনো সামান্য হলেও দ্যোতনার সন্ধান পাই,  কিন্তু সবচেয়ে  কষ্ট দেয় একই কথা বারবার বিভিন্ন কবিতায়  বিভিন্ন ভাবে  বলার প্রবণতা ।
          নন্দিতা যেসময় এই কবিতাগুলি  লিখেছেন তখন বেশিরভাগ নারী কবি যৌনতা,  মানসিক অবসাদ,  না পাওয়ার যন্ত্রণা,  পুরুষ প্রজাতির প্রতি বিষোদ্গার,  কবিতার ভেতরে উগরে দিচ্ছেন । কেউ কেউ স্মার্ট হয়ে কাকুর সঙ্গে প্রেম,  অতি গোপনীয় মিলন অনুভব এত অবলীলায় লিখে যাচ্ছেন যা কেবল শরীরী হয়ে ওঠে ! প্রয়াতা কবি এতটা স্মার্ট নন বলে কবিতাগুলো পড়া গেছে । অসীমকুমার বসুর প্রচ্ছদ সাধারণ,  বিশ্লেষণের কিছুই নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...