কবিতা
কিছু ভাবনা।
দুর্গাদাস মিদ্যা
তাহলে শুরু হোক কিছু কথা বিনিময়
নির্মল আনন্দে ভরে উঠুক আকাশ স্বপ্নীল।
সম্মোহনী সেই সব দিন
যদি ফিরে আসে বারবার
তবে বিনম্র শ্রদ্ধায় বিকেল কুড়োবে
পলাশ শিমুল। এভাবে ভাবা যেতো যদি
তবে সমূহ ক্ষতির প্রলেপ
শুশ্রুষা খুঁজে পেতো অনায়াসে।
শিশির সিক্ত ঘাসে ফুটে উঠতো আনন্দ-কুসুম।
কিছু ভাবনা।
দুর্গাদাস মিদ্যা
তাহলে শুরু হোক কিছু কথা বিনিময়
নির্মল আনন্দে ভরে উঠুক আকাশ স্বপ্নীল।
সম্মোহনী সেই সব দিন
যদি ফিরে আসে বারবার
তবে বিনম্র শ্রদ্ধায় বিকেল কুড়োবে
পলাশ শিমুল। এভাবে ভাবা যেতো যদি
তবে সমূহ ক্ষতির প্রলেপ
শুশ্রুষা খুঁজে পেতো অনায়াসে।
শিশির সিক্ত ঘাসে ফুটে উঠতো আনন্দ-কুসুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন