সৌমিত্র রায় -এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
১৩৬.
ভকৎ সিং মোড়ের খুব কাছে সদ্য গড়ে ওঠা উপনগরী সেপকো-তে কবিতাপাক্ষিক-এর নতুন বিক্রয়কেন্দ্রটির দ্বার উন্মোচন করেছিল কমলিকা কিংশুক , কবি রুদ্র কিংশুকের স্ত্রী। উন্মোচনকালে যে ফিতেটি ব্যবহৃত হয়েছিল কিছুতেই তার রং মনে পড়ছে না।সেটা মনে পড়াটা জরুরি ছিল। যেমন কী রঙের পাঞ্জাবি পরে গিয়েছিলাম, সেটাও মনে পড়ছে না। আমরা কি স্মৃতিকথায় রংগুলিকে খুব বেশি গুরুত্ব দিই না। আমরা মনে করি ফিতের রং দিয়ে বিক্রয়কেন্দ্রের ভবিষ্যৎ নির্ভরশীল নয়। আমাদের মনে করাটা ভুল এতটা জোর দিয়ে বলতে পারলাম না কেন !
বিক্রয়কেন্দ্রের তাৎপর্য ব্যাখ্যা করেছিলাম। ধন্যবাদজ্ঞাপন করেছিল সুবীর ঘোষ। বলা হয়নি এটি সুবীর ঘোষের ঘরেই স্থাপিত হয়েছিল।
উপস্থিতির তালিকা : বিশাল ভদ্র মুরারি সিংহ সুব্রত চেল স্বরূপ চক্রবর্তী ধর্মদাস মুখোপাধ্যায় তিমিরকান্তি ঘোষ সমরেশ মণ্ডল রজতশুভ্র গুপ্ত বিমান চট্টোপাধ্যায় রঞ্জিৎ গুহ অজিত চক্রবর্তী সুশীল রায় স্নেহাশিস মুখোপাধ্যায় পিনাকীরঞ্জন সামন্ত ব্রজকুমার সরকার রথীন বন্দ্যোপাধ্যায় নভনীল চট্টোপাধ্যায় সৌগত চট্টোপাধ্যায়হ রু দ্র কিংশুকসহ আরো কয়েকজন।
দশবছর পূর্তি উৎসবের পরবর্তী তালিকা উদ্ধার করা গেল।
১২ জুলাই ▪হুগলি ॥ ১৩ জুলাই ▪ শিবরামপুর
১৬ জুলাই▪জীবনানন্দ সভাঘর ॥১৯জুলাই চাঁপদানি- বৈদ্যবাটি ॥২০ জুলাই ▪ঘাটাল ॥২৬ জুলাই খাতড়া ॥ ২৭ জুলাই রানিবাঁধ
২৮ জুলাই▪ বাঁকুড়া ॥ ২ আগস্ট দক্ষিণেশ্বর
৩ আগস্ট খড়গপুর ॥ ৮ ইন্দপুর ॥ ৯আগস্ট খাজুরডিহি ॥ ১০ আগস্ট কাটোয়া
১৫ আগস্ট ভগবানগোলা ॥১৬ আগস্ট বেলডাঙা
১৭ আগস্ট বহরমপুর ॥ ২৩ আগস্ট জলপাইগুড়ি
২৪ আগস্ট মালদা ॥ ৩০ আগস্ট পাথরপ্রতিমা
৩১ আগস্ট কাকদ্বীপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন