রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কবিতা *উইল॥ দীপক মজুমদার ॥*

 কবিতা

*উইল॥ দীপক মজুমদার ॥* 



মৃত্যুর পর__

আমার চোখ খুলে নিক কোনো আইব্যাংক ,

যদি কখনো ঘোর অন্ধকার গ্রাস করে আমায়,

দু'চোখ ঝাপসা হয়ে আসে , 

যদি বুঝি নিরর্থক এজীবন___


কথা দিচ্ছি মৃত্যুর আগেই দেব !


চাই ,আমার সমস্ত শরীর কেটেকুটে ছিন্নভিন্ন হোক 

কোনো অ্যানাটমি ক্লাসে ,

আমার সমস্ত ভিসেরা ছিঁড়ে-খুঁড়ে খাক্ অসংখ্য ডাক্তার-ছাত্র ,


যদি পুড়ে মৃত্যু না হয়__


আমার নরকঙ্কাল পাবে ভারতীয় যাদুঘর।


যদি মৃত্যুর আগে আমার কিডনী নস্ট হয় ,

যদি মৃত্যুর আগে আমার সিরোসিস্ হয় ,


আমার দেহাঙ্গ যাবে কোনো রিসার্স সেন্টারে ।


 


     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...