মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

বিষ্ময়কর চিহ্নের পিঠে... || আমিনুল ইসলাম || কবিতা

বিষ্ময়কর চিহ্নের পিঠে... 

আমিনুল ইসলাম 


ফ্লাইং কিস!

মানেই-

কাঠবিড়ালির লেজে 

ঢেউ ... 


একটা সি-বিচের স্বপ্ন 


ক্যামেরায়...


ভিজুয়াল বার্তালাপ-

১দিকে গভীর রাত

আর

অন্য প্রান্তে প্রভাত!


যূথিকা ফুল মায়ের আর ১ক নাম

মা মানেই ১কটি ফ্লাইং কিসের দুপুর 

আর

রজনীগন্ধা হলো বিছানার 

আদর আগলে প্রভাতের সহচর 


পিতার মতোই সেও বালিশের কোনে স্বপ্নময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...