আটপৌরে কবিতা
জয়ন্ত চট্টোপাধ্যায়
১.
শরৎ
মৃদু হাওয়া ঢেউ
মেঘমালা
ছায়া ফেলে দিঘিবুক আলো।
২.
উৎসব
খুশিমুখ শিশুদের হাসি
আলোকিত
মনোভূম প্রকৃতিও সেজেছে দারুণ!
৩.
হেমন্ত
শিশিরের কানাকানি সারারাত
কুয়াশায়
ঝরে যায় উল্কার দল।
৪.
শীত
প্রবল কাঁপুনি দিন
জড়োসড়ো
রোদ ও আগুন খোঁজা।
৫.
প্রেম
অনুভব জুড়ে কিছু
ধুকপুক
হারানোর ভয় নিয়ে চঞ্চল।
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com
জয়ন্ত চট্টোপাধ্যায়
১.
শরৎ
মৃদু হাওয়া ঢেউ
মেঘমালা
ছায়া ফেলে দিঘিবুক আলো।
২.
উৎসব
খুশিমুখ শিশুদের হাসি
আলোকিত
মনোভূম প্রকৃতিও সেজেছে দারুণ!
৩.
হেমন্ত
শিশিরের কানাকানি সারারাত
কুয়াশায়
ঝরে যায় উল্কার দল।
৪.
শীত
প্রবল কাঁপুনি দিন
জড়োসড়ো
রোদ ও আগুন খোঁজা।
৫.
প্রেম
অনুভব জুড়ে কিছু
ধুকপুক
হারানোর ভয় নিয়ে চঞ্চল।
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন