সঙ্গিনী
ফটিক চৌধুরী
আমি একটি সঙ্গী চেয়েছিলাম
যার নির্মানে থাকবে কাঁথাশিল্পের আবেদন
যার আবেদনে থাকবে ভ্রূপল্লবের ভঙ্গি
আকাশও নেচে উঠবে
বাতাসও মৃদুমন্দে ও ছন্দে
দোলাবে অবিন্যস্ত চুল।
জীবন সম্পর্কে পাঠ নিতে গিয়ে
দূরত্ব কমে এল যার সঙ্গে
ভ্রূপল্লবের ভঙ্গিতে ভুলিয়ে দিয়ে
আমার সঙ্গিনী হয়ে উঠল একদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন