বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

সৌমিত্র রায় - এর জন্য গদ্য ১৩৫ || প্রভাত চৌধুরী || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

১৩৫.
নবম অনুষ্ঠান ছিল মুর্শিদাবাদের ফারাক্কায়। আর দশমটি বর্ধমানের রূপনারায়ণপুরে। ২৮ জুন ,দুপুর ২ টোয়। স্থান : হিন্দুস্থান কেবলস মেন ক্লাবের দোতলায়।
আহ্বায়ক : অমিত নাথ অমিত বাগল উত্তম চক্রবর্তী তরুণ বন্দ্যোপাধ্যায় প্রদীপ বিশ্বাস মানিক দাস।
আসানসোল পর্যন্ত গিয়েছিলাম ট্রেনে , ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। আসানসোল থেকে গাড়ির ব্যবস্থা করেছিল প্রদীপ বিশ্বাসরা। অনুষ্ঠানে তরুণদের প্রাধান্য মনে আছে। ওখানকার প্রতিষ্ঠিতদের দেখিনি।
আমার আরো মনে আছে সেদিন রাতে আমরা হিন্দুস্থান কেবলস - এর গেস্ট হাউসেই ছিলাম। অনেক রাত অবধি গল্পটল্প চলেছিল। আরো একটা কথা কোনোদিনই ভুলে যাবো না , সেটা হল -- খাবার পরিবেশনে আন্তরিকতা এবং আভিজাত্য।
পরের দিন ক্যালেন্ডারে ২৯ জুন ২০০৩। দুর্গাপুরে দুটি অনুষ্ঠান।প্রথম অনুষ্ঠানটি ছিল দুর্গাপুরে কবিতাপাক্ষিক-এর একটি নতুন বিক্রয়কেন্দ্রের উদ্বোধন। ঠিকানা : ১ নং বাড়ি , ১৮ এ স্ট্রিট , ৩ নং অ্যাভিনিউ, সেপকো।ভগৎ সিং মোড়ের কাছে।
কবিতাপাক্ষিক দশম বর্ষ পূর্তির একাদশ অনুষ্ঠানটি হয়েছিল টেগোর হাউস সংলগ্ন কোয়ালিটি সার্কেল হল , এ - জোন।
এই অনুষ্ঠানের বিশেষ সূচি :
নীলকণ্ঠ সংগীত , শিল্পাঞ্চলের আদিকবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের গান।
ব্যবস্থাপনায় : অজন্তা , ত্রিষ্টুপ , ভিন্নমুখ , উজ্জ্বল এক ঝাঁক।
আহ্বায়ক : রজতশুভ্র গুপ্ত , ব্রজকুমার সরকার ,পিনাকীরঞ্জন সামন্ত ,সুবীর ঘোষ।
দ্বাদশ অনুষ্ঠানটি ছিল ৩০ জুন ,  বিকেল ৫ টায় বেলিয়াতোড় হাই স্কুলের  সভাকক্ষে। কবিতা দশদিনে  এবং রং নাম্বার আয়োজিত এই অনুষ্ঠানের আহ্বায়ক  ছিল : রাজকল্যাণ চেল এবং স্বরূপ চক্রবর্তী।
প্রসঙ্গত জানিয়ে রাখি আমার স্কুল-শিক্ষার শেষ বছরটি আমি কলকাতা থেকে বিতাড়িত ছিলাম। এবং বেলিয়াতোড় স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছিলাম।
আমার জীবনে যাবতীয় শিক্ষা তা এই অঞ্চলের অনুগ্রহে। কাদাকুলি ছান্দার বেলিয়াতোড় কেন্দ্রিক আশেপাশের খান পঞ্চাশেক গ্রাম , সেইসব গ্রামের মানুষজন- পশুপাখি - গাছপালা এবং জলাশয়গুলিই আজকের প্রভাত চৌধুরীকে তৈরি করেছে। আমার পড়াশুনো বলতে এই অঞ্চলটিকে খুব একান্তে চিনতে শিখেছিলাম।
একটা খুব বড়োকথা লিখছি। লেখার আগেই মার্জনা চেয়ে রাখছি।
আমি এই অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমার যতটা ক্ষতি হয়েছে , তার থেকে একশো গুণ বেশি ক্ষতি হয়েছে এই অঞ্চলের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...