টবের পরিধি
কার্তিক ঢক্
পাতাঝরার যন্ত্রণায় গাছেরা কেঁদে উঠলে
হাওয়ার সান্ত্বনাই সম্বল...
হাওয়ার কোড্ ল্যাঙ্গুয়েজ না জানায়
আমাদের ম্যাগনিফাইন গ্লাসেও
অন্ধত্ব জমে থাকে!
আর এইসব রেসিপি বোঝে না ব'লে
অন্ধকার শ্যাওলায় পা পিছলে-
গোলাপের অভিমানী পাপড়িগুলি
ঝরে পড়ে টবের পরিধি জুড়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন