সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

ধ্রুব ।। কার্তিক ঢক্ ।। কবিতা

ধ্রুব 
।। কার্তিক ঢক্ ।। 

জলের কাছে
একটি পদ্ম  দাঁড়ালো।
পদ্মের কাছে
একটি ভ্রমর দাঁড়লো।
হাওয়া দাঁড়িয়ে আছে
এলোমেলো ভ্রমরের ডানায়।

আলো ঠিকই জানে জলের সংকেত --
পদ্ম নাভির গন্ধ --
আর ডানার সঞ্চার।

একটি বুদবুদ বিস্তার করছে
শূন্য থেকে মহাশূন্যে সমস্ত ছায়ার বিপরীতে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...