বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

শিকড় || ফটিক চৌধুরী || কবিতা

শিকড়

ফটিক চৌধুরী



শিকড় কতদূর মাটির গভীরে গেলে

তা ঝড়ে উপড়ে পড়বে না ?

সম্পর্ক কত গভীরে গেলে

তা  জীবনে আছড়ে পড়বে না ?

এখন দেখতে হবে মাটিটা কেমন

গাছটাই বা কি

কিংবা সম্পর্কের গভীরতাই বা কত !

মাটির সঙ্গে যেমন শিকড়ের সম্পর্ক

মানবজমিনের ক্ষেত্রেও ঠিক তাই।

আমফানের মত বিপর্যয়

করোনার মত অতিমারি

বুঝিয়ে দেয় শিকড়ের সম্পর্ক।

শিকড়ের একটা টান আছে

যা মাটিকে ধরে রাখে।

সম্পর্কও তাই। টান না থাকলে

কোন সম্পর্কই স্থায়ী হয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...