শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৭৫৬-৭৬০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার

৭৫৬

মনভ্রম/  স্মৃতিহীন/  অমনোযোগ
       ) বিস্মরণ(
মাঝে মধ্যে লজ্জায় ফেলে ।

৭৫৭

অগণন/  অসংখ্য/  হাজারো
         ) অগুন্তি  (
সব কিছুর দুশ্চিন্তা বাড়ায় ।

৭৫৮

স্বাগতম/  আবাহন/  সুসম্ভাষণ
        ) অতিথি  (
   যদি প্রকৃত অতিথি হয় !

৭৫৯

সমাধান/  হেস্তনেস্ত/  ফলাফল
        ) কিনারা  (
     সব রহস্যের হয় না।

৫৬০

চিরস্থায়ী/  লিজ/  লিখিত
          ) বন্দোবস্ত  (
থাকলে সকলেই বেশ সুখী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...