কবিতা
সুধাংশুরঞ্জন সাহা
চার শব্দের কবিতা
--------------------------
জীবন এক ভুলের সংকলন ।
পৃথিবী এক রহস্যময় পর্যটনকেন্দ্র ।
সব আলিঙ্গনই বিবাহ নয় ।
ঘুণপোকা জানে কাঠের আত্মদংশন ।
যোগবিয়োগে সাঁকোর প্রাপ্তি শূন্য ।
--------------++++-------------
পাঁচ শব্দের কবিতা
--------------------------
ছিন্নমূল মানুষের কোন দেশ নেই ।
স্বপ্ন মানুষের ঘুম কেড়ে নেয় ।
দৃষ্টিশক্তিহীন হলে চোখের কাজল অনর্থক ।
আত্মজীবনী ছিঁড়ে লুকোচুরি খেলে আয়না ।
প্রতিটি আরম্ভই বিলম্বিত হয় পরাজয়ে ।
-----------------++++--------------------
ছয় শব্দের কবিতা
--------------------------
কাটাঘুড়ির মতো আমাকে নিয়ে খেলছে সময় !
জেলেরা ডুব দেয় মাছেদের গোপন সংসারে ।
কেবলমাত্র গাছ জানে বৃন্তচ্যুত ফুলের আর্তনাদ।
মানুষের মতো পাখিদের কোন সংবিধান নেই ।
এখন চতুর্দিকে উঁচুগলায় মিথ্যা প্রতিষ্ঠার দিন।
-------------++++-----------------
সাত শব্দের কবিতা
---------------------------
সহবাস মুছে গেলে বিষণ্ন রাত ওড়ায় পানশালা।
এবার বন্ধখাম খুলে হেসে উঠুক গম্ভীর ছাত্রীনিবাস ।
লুকনো আলিঙ্গন কখনও কখনও হাততালি দিয়ে ওঠে ।
নূপুরের ছন্দে রাতের শরীর নাচে মেঘের হাতছানিতে ।
চোখের ভাষা চোখের আগেই পড়ে নেয় মন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন