কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার
ভাঙা চোখে বাংলা । বিশ্বজিৎ রায় । রূপকথা প্রকাশনী । পঁচিশ টাকা ।
বাংলার রূপমাধুর্য ও চিত্ররূপময়তার ভিত্তিতে জীবনানন্দ ' রূপসী বাংলা ' -র মতো অবিস্মরণীয় কবিতাকর্মটি করে গিয়েছিলেন বলে আমরা বাংলার রূপ অনেক নতুন ভাবে পর্যবেক্ষণ করতে পেরেছি । আজ থেকে নয় বছর আগে বিশ্বজিৎ রায়ের ' ভাঙা চোখে বাংলা ' কাব্য পুস্তিকার ভেতর দিয়ে বাংলার সুন্দর কদর্য দুটি রূপ খোলাখুলিভাবে পর্যবেক্ষণ করি, এ কম পাওনা নয় । তিনি যখন লেখেন: ' সে মাটিতেই আবার সে বীজ বোনে, স্বপ্ন দেখে নবান্নের । ' ( ' বাংলার চাষী '),' মাস্টার মশাই, আমি ডাকি, আবার ঘরে ঘরে / বিবেক হতে পারবেন কি? ' ( 'বাংলার মাস্টার মশাই ' ) - এর মতো উচ্চারণ স্রেফ ভ্যাদভ্যাদে মেলোড্রামাটিক হয়ে ওঠে না, শব্দ চিন্তা ব্যন্জ্ঞনার গুণে কবিতা হয়ে ওঠে ।
বলতে পারা যায় কবি বাংলা সিরিজের কবিতা গুলোতে আঁতিপাতি করে খুঁজে বেড়িয়েছেন প্রকৃত সত্যের দিকগুলো । যা সাধারণের চোখের সামনে থাকলেও তাকে নিয়ে ভাবনা করা তাদের কাজ নয় । একজন কবিই পারেন ফুটিয়ে তুলতে বাংলার ভাষা ঘরবাড়ি চাষী কুকুর সাপ মাঠ ইত্যাদির মতো তেইশ রকমের বিষয়ের ওপর জবরদস্ত কবিতা লিখতে ।
বইটি পুনঃপাঠ করে বুঝতে পারি একদিন বইটির সমাদর করে ভুল কাজ হয়নি । কারণ, ' আমি সঙ্গে দেব আমার/ দুঃখভরা ঘরবাড়ি আর শতছিন্ন একটা মা, / বলো , সবাই মিলে একটা সংসার তৈরি কি খুব কঠিন হবে? ' ( ' বাংলার শাকপাতা ')-র মতো সহজবোধ্য অথচ কত কঠিন আর্তি রক্তে সংবহিত হয়!
ভালো প্রচ্ছদের এই আকালের দিনে পুস্তিকাটিতে স্রেফ সাদা কাগজে কাব্যগ্রন্থের শিরোনাম ও কবির নাম লিখে প্রচ্ছদদূষনের হাত থেকে বইটি ও পাঠকবর্গকে বাঁচানোর জন্য প্রকাশককে ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন