আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৭২৬
শিকারী/ জঙ্গল / নৃপতি
) মৃগয়া (
মজার ছলে প্রাণী হত্যা !
৭২৭
দিব্যপুরুষ/ জ্যোতিষ্মাণ/ অধ্যাত্মবাণী
) অবতার (
সঙ্কটমোচনে যিনি অবতরণ করেন ।
৭২৮
পদার্থ/ নিরাকার/ সন্ঞ্জীবন
) তরল (
তাকে মাপি বেচি কিনি ।
৭২৯
অনন্ত/ রহস্যাবৃত / বিস্ময়
) মহাসমুদ্র (
গভীর জটিল তবু আপন ।
৭৩০
স্ফটিক/ আধ্যাত্মিক/ অপরূপ
) কৈলাস (
টানলে তবে দেখা হয় ।
নীলাঞ্জন কুমার
৭২৬
শিকারী/ জঙ্গল / নৃপতি
) মৃগয়া (
মজার ছলে প্রাণী হত্যা !
৭২৭
দিব্যপুরুষ/ জ্যোতিষ্মাণ/ অধ্যাত্মবাণী
) অবতার (
সঙ্কটমোচনে যিনি অবতরণ করেন ।
৭২৮
পদার্থ/ নিরাকার/ সন্ঞ্জীবন
) তরল (
তাকে মাপি বেচি কিনি ।
৭২৯
অনন্ত/ রহস্যাবৃত / বিস্ময়
) মহাসমুদ্র (
গভীর জটিল তবু আপন ।
৭৩০
স্ফটিক/ আধ্যাত্মিক/ অপরূপ
) কৈলাস (
টানলে তবে দেখা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন