কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
এক টুকরো আকাশ । দীপক কর । মনফকিরা । চল্লিশ টাকা ।
কতজন কবি নিজের কবিতার গঠনগত সমালোচনা করতে পারেন ? একজন প্রকৃত পাঠকসত্তা নিয়ে নিজের কবিতার ভুলভ্রান্তির জন্য নিজেকে কটুক্তি করতে? হয়তো নেই, হয়তো বা হাতেগোনা দু একজন!
কারণ ই- বুক কিংবা পুরনো মায়া জড়ানো কাগজের 'গ্রন্থে '- র আকর্ষণ বড় তীব্র, সেই আকর্ষণ নিজেকে কি তখন সমালোচনা করার অবস্থায় রাখে ?
কবি দীপক করের দ্বিভাষিক কাব্যগ্রন্থ ' এক টুকরো আকাশ ' -এ অরিজিন্যাল বাংলা ও জয়দেব ভুক্তা কৃত ইংরেজি অনুবাদে , অনুবাদকর্মের ভেতরে আকর্ষক রূপ প্রত্যক্ষ করলেও কবিকৃত কবিতার দিকে কবি যদি অন্ধ ধৃতরাষ্ট্র না হতেন, তবে কবিতাগুলি সরলীকরণ করতে করতে তিনি অতিসরলীকরণ দোষে দুষ্ট করতেন না ।
কবির কবিতা পড়তে গিয়ে তবু তার মধ্যে ভালো লাগে: ' এই সব স্মৃতিরেখায় ছবি আঁকা নির্জনে/ বারান্দায় ইজিচেয়ার মায়াপ্রশ্রয় দেয় । ' ( ' মায়াপ্রশ্রয় ') , ' ধলেশ্বরী কীর্তিনাশা ধানসিড়ির দেশ/ ভাটিয়ালি জ্যোৎস্নায় জেগে থাকে রাত ' ( 'রূপসী বাংলা' র চিত্রশালায় ') -র মতো উচ্চারণ ।
কবি ' ধানসিড়ি ' নামে একটি লিটল ম্যাগাজিন মেদিনীপুর শহর থেকে দীর্ঘদিন সম্পাদনা করেছেন । তাতে কলকাতা ও বাইরের নামজাদা কিছু কবির কবিতা প্রকাশ ঘটেছিল । তাই কখনো সখনো টের পাই কবিতায় তাঁদের কাব্যবৈশিষ্টের আনাগোনা । তিনি তা পরিহার করতে পারলে পাঠকের কাছে সুখের হতো । প্রচ্ছদ আলোচনার অযোগ্য ।
এক টুকরো আকাশ । দীপক কর । মনফকিরা । চল্লিশ টাকা ।
কতজন কবি নিজের কবিতার গঠনগত সমালোচনা করতে পারেন ? একজন প্রকৃত পাঠকসত্তা নিয়ে নিজের কবিতার ভুলভ্রান্তির জন্য নিজেকে কটুক্তি করতে? হয়তো নেই, হয়তো বা হাতেগোনা দু একজন!
কারণ ই- বুক কিংবা পুরনো মায়া জড়ানো কাগজের 'গ্রন্থে '- র আকর্ষণ বড় তীব্র, সেই আকর্ষণ নিজেকে কি তখন সমালোচনা করার অবস্থায় রাখে ?
কবি দীপক করের দ্বিভাষিক কাব্যগ্রন্থ ' এক টুকরো আকাশ ' -এ অরিজিন্যাল বাংলা ও জয়দেব ভুক্তা কৃত ইংরেজি অনুবাদে , অনুবাদকর্মের ভেতরে আকর্ষক রূপ প্রত্যক্ষ করলেও কবিকৃত কবিতার দিকে কবি যদি অন্ধ ধৃতরাষ্ট্র না হতেন, তবে কবিতাগুলি সরলীকরণ করতে করতে তিনি অতিসরলীকরণ দোষে দুষ্ট করতেন না ।
কবির কবিতা পড়তে গিয়ে তবু তার মধ্যে ভালো লাগে: ' এই সব স্মৃতিরেখায় ছবি আঁকা নির্জনে/ বারান্দায় ইজিচেয়ার মায়াপ্রশ্রয় দেয় । ' ( ' মায়াপ্রশ্রয় ') , ' ধলেশ্বরী কীর্তিনাশা ধানসিড়ির দেশ/ ভাটিয়ালি জ্যোৎস্নায় জেগে থাকে রাত ' ( 'রূপসী বাংলা' র চিত্রশালায় ') -র মতো উচ্চারণ ।
কবি ' ধানসিড়ি ' নামে একটি লিটল ম্যাগাজিন মেদিনীপুর শহর থেকে দীর্ঘদিন সম্পাদনা করেছেন । তাতে কলকাতা ও বাইরের নামজাদা কিছু কবির কবিতা প্রকাশ ঘটেছিল । তাই কখনো সখনো টের পাই কবিতায় তাঁদের কাব্যবৈশিষ্টের আনাগোনা । তিনি তা পরিহার করতে পারলে পাঠকের কাছে সুখের হতো । প্রচ্ছদ আলোচনার অযোগ্য ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন