ডুয়ার্স ভূমির কথন
নিলয় মিত্র।
পর্ব-১
ট্রেনে বা বাসে যে কোনো যান চেপে চলুন যাই ডুয়ারসে। চোখে পড়বে নদী,পাহাড়,ঝর্ণা
ঝোরা।চোখে পড়বে মাথা ছাঁটা ছোটো ছোটো দশ থেকে পনেরো মিটার দীর্ঘ গাছ থেকে মাথায় বিনুনি করা ফিতের সাথে টুকরি বাঁধা ,তাতে দুটি পাতা একটি কুঁড়ি নিপুণ হাতে তুলে আনছে মেয়ে পুরুষ চা শ্রমিক।একমনে ফেলছে টুকরিতে। এই নরম পাতা ও
কুঁড়ি থেকে তৈরি হয় নানা রকমের চা পাতা।
দীর্ঘকাল আগে সম্ভবত শত
বর্ষের ও আগে জসিডি,
গিরিডি,চাইবাসা,সাঁওতাল
পরগনা থেকে সাঁওতাল জন
জাতিকে আনা হয়েছিল চা
বাগিচা সৃষ্ঠি ও লালন পালনের জন্য, আড়কাঠীদের
মাধ্যমে।পূর্ব পসচিম ডুয়ার্স এ
সাঁওতালরা এলেন Sunder সাহেবের হাত ধরে।
মান্দার, পলাশের রাঙামাটির
টিলা থেকে সাঁওতালদের নিয়ে আসা হলো কিরাত ভূমিতে।D H E SUNDER ছিলেন WESTERN DOOARS এর Settelment
Officer.এই ভূমিতে তাদের
পরিচিতি ঘটলো মেচ,toto, রাভা, রাজবংশী,গারো, দোবসিয়া জনজাতি ও তাঁদের জীবন ও সংস্কৃতির সঙ্গে ৷
( চলছে...
নিলয় মিত্র।
পর্ব-১
ট্রেনে বা বাসে যে কোনো যান চেপে চলুন যাই ডুয়ারসে। চোখে পড়বে নদী,পাহাড়,ঝর্ণা
ঝোরা।চোখে পড়বে মাথা ছাঁটা ছোটো ছোটো দশ থেকে পনেরো মিটার দীর্ঘ গাছ থেকে মাথায় বিনুনি করা ফিতের সাথে টুকরি বাঁধা ,তাতে দুটি পাতা একটি কুঁড়ি নিপুণ হাতে তুলে আনছে মেয়ে পুরুষ চা শ্রমিক।একমনে ফেলছে টুকরিতে। এই নরম পাতা ও
কুঁড়ি থেকে তৈরি হয় নানা রকমের চা পাতা।
দীর্ঘকাল আগে সম্ভবত শত
বর্ষের ও আগে জসিডি,
গিরিডি,চাইবাসা,সাঁওতাল
পরগনা থেকে সাঁওতাল জন
জাতিকে আনা হয়েছিল চা
বাগিচা সৃষ্ঠি ও লালন পালনের জন্য, আড়কাঠীদের
মাধ্যমে।পূর্ব পসচিম ডুয়ার্স এ
সাঁওতালরা এলেন Sunder সাহেবের হাত ধরে।
মান্দার, পলাশের রাঙামাটির
টিলা থেকে সাঁওতালদের নিয়ে আসা হলো কিরাত ভূমিতে।D H E SUNDER ছিলেন WESTERN DOOARS এর Settelment
Officer.এই ভূমিতে তাদের
পরিচিতি ঘটলো মেচ,toto, রাভা, রাজবংশী,গারো, দোবসিয়া জনজাতি ও তাঁদের জীবন ও সংস্কৃতির সঙ্গে ৷
( চলছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন