বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || আড়াই চাল- রিতা মিত্র

কিছু বই কিছু কথা 
নীলাঞ্জন কুমার 

আড়াই চাল । রিতা মিত্র । কবিতা পাক্ষিক । ত্রিশ টাকা ।

যখন কোন নব্য কবিতাকার লিখে ফেলেন ' হৃদয়ে প্রবেশ -পথে কোন মেটাল ডিটেক্টর নেই ' ,  ' একটানা বৃষ্টিতে ভেজা কল্পনাগুলো/  মনের আনন্দে আজ সানবাথ নিচ্ছে ' , ' এ শরীর শ্মশান হবে একদিন, আমার  স্বপ্নেরা সহমরণে যাবে ' -র মতো উচ্চারণ,  তখন বোঝা যায় তিনি বেশ আয়োজন করেই নেমেছেন কবিতা জগতে । কবি রিতা মিত্র -র  প্রথম কাব্যগ্রন্থ 'আড়াই চাল ' ,  যদিও কব্জির মোচড়ে এখনো তেমন কুশলী চাল দিতে পারেনি,  তবু তাঁকে নিয়ে ভবিষ্যতের জন্য অপেক্ষা করাই যায় ।
                তাঁর কবিতা কুশলী হয়ে ওঠে না কিছু অহেতুক উচ্চারণ,  বেশি কথা বলার প্রবণতা, কাব্যিকতার থেকে বিষয়গত দিক কবিতায় জোরালো হয়ে যাওয়ার কল্যাণে ।  ' মাছভাজা বা চিপস সহকারে চা '  , ' ডালে ডালে বাঁদরের লাফালাফি ' ইত্যাদি ইত্যাদিতে প্রকট হয়ে যায় কাব্যিকতার অভাবে । ভবিষ্যতে হঠাৎ হঠাৎ আবেগীয় কাব্যিক প্রবণতা তাঁকে পরিহার করতে হবে বৈকি ।
              তবু বলবো রীতার কবিতা অচ্ছুত জায়গায় ফেলা যাবে না তাঁর সারল্য,  কল্পনা করার বিশেষ গুণ,  কিছু পংক্তির  ভেতরে গভীরতার কারণে । সে কারণে যে সব পংক্তি একেবারে মুছে ফেলার নয়, সে রকম: ' তোমার ছোঁড়া বিশ্বাসঘাতক বর্ষার/  হৃদয়ে এফোঁড় ওফোঁড় হলেও/  রক্ত ঝরাতে দেখেনি কেউ ' ( ' হৃদয় ') ,
' কৃষ্ণজিতের ঘোড়া দুটি দেওয়ালে লটকাতে থাকে/  দেওয়ালে গাঁথা পেরেকে , আরেকটি রাতের অপেক্ষায় '
( ' কৃষ্ণজিতের ঘোড়া ' ) । প্রচ্ছদের ছবিটি মাধুর্যপূর্ণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...