বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || সুন্দর আছে চিরসুন্দরের

 কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার 



সুন্দর আছে চিরসুন্দরে । আবদুস শুকুর খান । সূচিপত্র । পন্ঞ্চাশ টাকা ।


' আমার শূন্যতায়  তুমি/  নক্ষত্রের মতো জেগে থাক সারারাত ।' ( 'শব্দের আলোয়ান '  ) , ' না বলা সব ভার তুলে দিই/  তোমার নীরবতায় । ' - এর মতো আরো অজস্র অনিবার্য শব্দবন্ধের উচ্চারণ নিয়ে হাজির হয়েছিল  দশ বছর আগে কবি আবদুস শুকুর খানের কাব্যগ্রন্থ ' সুন্দর আছে চিরসুন্দরে ' । শুধু উল্লিখিত উচ্চারণ নয়,  তাঁর এই সব পংক্তি যে সব কবিতাতে বর্তমান সেগুলো পুরোটা তারিয়ে তারিয়ে না পড়লে অনেক অতৃপ্তি জমে যায় যেন,  পড়া হয়ে গেলে এক অচেনা তৃপ্তির সন্ধান পায় পাঠক ।

           কবি অত্যন্ত নিম্নগ্রামে যত্ন নিয়ে সাজিয়ে তোলেন তাঁর কবিতা । বোঝা যায় কবিতায় আয়োজন আছে । উটকো শব্দের ঝলক দিয়ে অহেতুক কবিতাকে স্মার্ট করার শিশুসুলভ আগ্রহ তাঁর কবিতাতে অন্তর্হিত ।

সে কারণে: ' পরিশুদ্ধ মুহূর্তকে সন্মান জানাতে/  প্রতিদিন আলোর ঝারি হাতে নামেন ঈশ্বর ।' ( ' আলোর পৃথিবী ') -র মতো সহজ অনুভবের কবিতা মনের ভেতর  চেপে বসে ।

           কবি তাঁর প্রকৃত আশ্রয় কবিতার ভেতরে যে খুঁজে বেড়ান তা বুঝতে পারি তাঁর প্রতিটি কবিতার অন্তর্গত সৌন্দর্যসত্বা ও মাধুর্যের ভেতর দিয়ে । দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে গঠিত এ কবিতাযাপন আরো দীর্ঘ হোক এই প্রত্যাশা । সুব্রত মাজীর প্রচ্ছদে যৌনতা প্রকট । বোঝা উচিত নগ্নতা আপেক্ষিক সৌন্দর্য নিয়ে আসে,  যা এক শ্রেণীর কমন পাবলিককে টানে । আবদুস শুকুর খানের কবিতা যারা কোন দিনও অনুভবে আনতে পারবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...