পথ হাঁটা
অচিন্ত্য নন্দী
ছায়াপথের বাইরে থেকে বড় বেশি পথ হাঁটা l চোখ কান খোলা l চোখ আর কিছুই দ্যাখে না l 'হায়' 'হায়' ধ্বনি দেয়ালের বাইরে দাঁড়িয়ে l যন্ত্র মাথায় হাত বুলিয়ে দিলে সুখ -নিদ্রা l ঘুমের মধ্যে অচেনা পৃথিবীর সাথে দড়ি টানাটানি l
স্বপ্ন তখন বিচারকের পদ অলংকৃত করে l এ সময় দরজায় শব্দ 'তুমি' প্রবেশের সূচক l ঠিক তখনই কেন যে
ঝাউবন অকারণ স্মৃতিচারণ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন