ঈশ্বর
ইয়াসিন খান
একটা বোধ কাজ করে
মানুষের কাছে যাই
একটা স্বপ্ন দেখি
আমার ঈশ্বর সাধনা
বাংলা মায়ের কোলে
গ্রাম আর নগর জীবন জুড়ে
অক্ষর আর ভাষা পরিচয়
আমার ঈশ্বর সাগর
বিদ্যা অর্জন ও জাগরণ
সেবায় মানবিক মন
অনুবাদ অনুভবে
আমার ঈশ্বর মগ্ন সারাক্ষণ
ভারত আত্মার পতাকা
স্বপ্নের রং সমাজ ও রাষ্ট্র সেবা
চিকিৎসা ও দৃঢ়তায়
আমার ঈশ্বর মহীয়ান
ভারত বোধ ও নতুন সৃজনে
আমরা আছি স্বপ্ন ভুবনে
ছুঁয়ে যাই সংস্কার পথ
আমার ঈশ্বর জাগরিত হোক্
ঈশ্বর চেতনায় ছুঁয়ে সময়
হোক আলোকিত মন
ভারত মায়ের রত্ন সন্তান
রাখবে বাঙালি সংস্কৃতির মান
ঈশ্বর পথে করি সন্ধান
আমার গর্বের হিন্দুস্থান
ভারত মায়ের স্নেহে আজ
অতীত ও আধুনিকতার সহাবস্থান
মন ছুঁয়ে গেলো।অসাধারন কবিতা।
উত্তরমুছুন