বিত্তবাসনা
সুবীর ঘোষ
ধান ফেলে গান খুঁটে মুখে দেয়
পক্ষপাতিতা পাখি
আমি কোথা যাবো
দিকে বা বিদিকে
জ্ঞানশূন্য হতে লাগে যত অণুপল
তার থেকে আগে
বিশ্বস্ত কলম থেকে ছিটকে যায়
বিচারের বাণী ।
আমি দন্ডবদ্ধ হয়ে থাকি
বিতংস বিশদে
ফুলে ফুলে গাছরোগ দেখা দেয়
নবান্নের শুভলগ্নে অনাদৃত
বর্ষা ঝরে পড়ে
বিত্তবাসনা চোখ এক চিলতে
জমি খুঁজে
পৌরপ্রস্তাব পড়ে চলে ।
সুবীর ঘোষ
ধান ফেলে গান খুঁটে মুখে দেয়
পক্ষপাতিতা পাখি
আমি কোথা যাবো
দিকে বা বিদিকে
জ্ঞানশূন্য হতে লাগে যত অণুপল
তার থেকে আগে
বিশ্বস্ত কলম থেকে ছিটকে যায়
বিচারের বাণী ।
আমি দন্ডবদ্ধ হয়ে থাকি
বিতংস বিশদে
ফুলে ফুলে গাছরোগ দেখা দেয়
নবান্নের শুভলগ্নে অনাদৃত
বর্ষা ঝরে পড়ে
বিত্তবাসনা চোখ এক চিলতে
জমি খুঁজে
পৌরপ্রস্তাব পড়ে চলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন