মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

# স্বপ্নের দেশে # || পার্থ সারথি চক্রবর্তী || কবিতা

   # স্বপ্নের দেশে #
       পার্থ সারথি চক্রবর্তী 

 আমার বিষন্ন কালো রাতগুলোতে-
     তুমি এসে যখন শিয়রে দাঁড়াতে 
 সকল জাগতিক উৎকন্ঠাগুলো
     কোন অচেনা সুদূরে হারিয়ে যেত

     এক লহমায়, এক ক্ষুদ্রতম মুহুর্তে

আমি যাই এক গহিন ঘুমের প্রদেশে
'সব পেয়েছি'র এক স্বপ্নের দেশে

যেন মোহহীন সিদ্ধ সন্ন্যসীর বেশে

রঙিন  প্র জা প  তি  রা  যেখানে-
                   পাখা মেলে উড়ে বেড়ায় 
পা খি দে র মধুর কলকাকলি-
                   কান পাতলে ভেসে আসে
পেঁজা তুলোর মতো মে ঘে রা-
                 আকাশকে সুন্দরী করে তোলে

বিশ্বাস করো,ফিরে আসতে মন চায়না 
অপার্থিব আনন্দ ছেড়ে এই বিষণ্ণ সংসারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...