কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৪৪ / সোমনাথ বেনিয়া
জাগতিক সব কাজে গন্ধ আছে, জানে সময়, জানে মহাকাল
গতিরেখা বরাবর ছুটলে একসময় হাতের মুঠোয় মথিত শৈলমালা
চিন্তার ভিতর রাখো উইপোকা, খেয়ে নিক যত মৌলবাদী অভিঘাত
দেখো সমস্ত মানচিত্র ফুলের বাগান, চরাচরে গুনগুনরত ভ্রমরের দল
বিরহ সরিয়ে রাখো, রাখো নানাবিধ লৌকিকতা, চারিদিক পাতাবাহার
দ্রাঘিমাংশ পেরিয়ে ভূগোলকে বুঝে নিতে পায়ের স্পন্দন যথেষ্ট
যেহেতু ঘূর্ণন, ট্যানজেন্ট বরাবর ঝুলিয়ে দাও ব্যাগভর্তি পুত্তলিকতা
কোনো রক্তপাত নেই, একসময় মানুষের বিকল্প প্রকৃত মানুষ হবে
যারা নাস্তিকতার গান গেয়ে ট্রেকিঙে গিয়েছিল, সুন্দরই ঈশ্বর, জানে কি
ইতিহাস বইয়ের ডগ ইয়ার পাতার চর্চিতফুল হৃদয়ের একান্তর কোণে
হয়ত এই সেই গান যা শোনা হয়েছিল স্টেশনে, অন্ধের ঠোঁটের প্রযত্নে
যৌবন বর্ষায় ঢেকে থাকে বলে আশ্বিনের মেঘ উদাস, ঈশানে হারায়
হাত ধরার গল্প শুনতে কাশ ফুলের গায়ে লুকোনো শীত কোথায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন