রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডুয়ার্স ভূমির কথন।। নিলয় মিত্র।। পর্ব।। তিন

 ডুয়ার্স ভূমির কথন।। নিলয় মিত্র।। পর্ব।। তিন



    এখনও সর্বত্র সাঁওলরা নিজেদের "হর"বা "হোরো" বলে পরিচয় দেয়। ভাষাচার্জ

সুনীতি কুমার চট্টোপাধ্যায়  এর মতে সাঁওতাল শব্দটি সম্ভবত"শাওনতার'" শব্দের থেকে এসেছে। স্যার জি এ 

গ্রীযারসন তাঁর Linguistic

Survey of India গ্রন্থে সাঁওতাল ভাষাকে "খেরওয়ারী"ভাষা বলে উল্লেখ

করেছেন। সাঁওতালরা ডুয়ার্স

এলাকায় আসার সময় তাঁরা

তাঁদের ভাষা,ধর্ম,সংস্কৃতি ও 

একান্ত নিজস্ব জীবনায়ন নিয়েই আসেন।সাঁওতালরা ১২টি গোত্রে বিভক্ত।

গোত্রের নাম।    ধর্মীয় প্রতীক

-------------------    ------------------

হাঁসদা।               হাঁস

কিসকু।              শঙ্খচিল

মুর্মু                     নিলগাই

মানডি।              মেরদা(ঘাস)

হেমরম               সুপারি

সরেন।                সপ্তর্ষি

বাস্কে।                পান্ত ভাত

বেসরা।              বাজ পাখি

চঁড়ে।                 গিরগিটি

পাউরিয়া।          পায়রা

টুডু।             (মূল প্রতীকের 

                  সন্ধান পাওয়া 

                  যায়নি।উপ গোত্র

                  'সোনা'

বেদেয়া।       সন্ধান পাওয়া 

                   যায়নি।

    সাঁওতালদের গ্রামীন পঞ্চায়েত ব্যবস্থ্যার যিনি প্রধান তাকে বলাহয় মাঝি।(Headman.) তিনি সর্বময় কর্তা। গ্রাম সংগঠন হলো ১.মাঝি ২.পারণিক (মাঝির সহকারী)৩.জগ মাঝি-ইনি গ্রামের যুবক যুবতী দের পরিচালক।৪.জগ পারণিক ৫.গডেত(মাঝির বার্তাবাহক) 

৬.নায়কে- গ্রামের পূজারী।,৭.

কুজম নায়কে-নায়কের সহকারী,বন জংগল ও প্রকৃতির পূজারী। ইনি শিকারের নিশ্চয়তার জন্য 

পার্গানা-দেবতা ও সীমা দেবতার পূজা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...