সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা || নীলাঞ্জন কুমার || ৮০১-৮০৫

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার



৮০১

দুর্জন/  কুঁচুটে/  কুটনি
        ) কুবুদ্ধি  (
মেগা সিরিয়ালে  তারা ছয়লাপ ।

৮০২

সৎ/  সজ্জন/  সৎসঙ্গ
          ) সুবুদ্ধি (
তারাই কেবল  শ্রদ্ধা পায় ।

৮০৩

ছবি/ একাধিক/  অবিন্যস্ত
       ) কোলাজ  (
শিল্পীর হাতে হয় মূর্ত ।

৮০৪

আড়াল/  সন্দেহ/  প্রশ্ন
         ) গোপনীয়তা  (
একদিন ঠিক রহস্যভেদ হয় ।

৮০৫

ক্ষুদ্রাতিক্ষুদ্র/  অধম/  অনালোকিত
             ) হীনমন্যতা  (
  ভেতরে গ্রাস করলে হতাশা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...