মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

কথাবন্ধ || শ্যামাশ্রী মুখার্জী

 কথাবন্ধ

শ্যামাশ্রী মুখার্জী



আজ তিনদিন...


৭২ ঘণ্টা

৪৩২০ মিনিট

২৫৯২০০ সেকেন্ড

আমাদের কোনো কথা হয়নি


এই তিনদিন আমরা

আলাদা আলাদা সময় 

সবুজ বিন্দুতে


এই তিনদিন ছুড়ে ছুড়ে

যেটুকু তোর দিকে চেয়েছি

তারও বেশি না চাওয়া জুড়ে

ছুঁয়েছিলি তুই

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...