শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

পথ || শুভায়ুর রহমান || কবিতা

 পথ

শুভায়ুর রহমান  



এখন জ্যন্ত নেই কেউ,মৃত নয় কেউ

সবাই বাউন্ডারি ধরে হাঁটছে

চরম ক্ল্যাইম্যাক্সের মুখোমুখি দাঁড়িয়ে 


হার জিত বলে কিছু নেই, এখন ঘোর অন্ধকার থেকে  আরও অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে দিন।


যতক্ষণ বুকে তাক করা থাকে বন্দুকের নল

যতক্ষণ গোপন সনদে ধ্বংসের দিকে এগিয়ে দেওয়া হয়, নিশ্চয়তা নেই।

যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে

 শেষ হতে পারি জেনেও হাঁটা শুরু হয়েছে

থামার মধ্যে বাস্তবতা নেই

তাই তো মানুষের মধ্যেই কেউ নদী হতে চেয়েছিল

কেউ ফুল হতে চেয়েছিল

কেউ অসীম আকাশ হতে চেয়েছিল

কেউ বাতাস হতে চেয়েছিল

কারণ সত্য কথা বলার অধিকার থাকে শুধু প্রজাদের

হাড় হিম হলেও সাহস পাকিয়ে মিথ্যার কাছে পৃথিবীর ইতিহাস ভোলে না। 

ভুলে যায় না আদিম সভ্যতার পর আরেক সভ্যতার জন্মানোর পূর্ণাঙ্গ বিবরণ 

ভুলে যায় না আমাদের পূর্বপুরুষের মুখ

প্রিয়জনের লাশ কাঁধে নিয়ে পণ করে আমাদের বেঁচে থাকাতে আমাদের মুক্তির শপথ। 


এখন জ্যন্ত নেই কেউ,মৃত নয় কেউ

সবাই বাউন্ডারি ধরে হাঁটছে

চরম ক্ল্যাইম্যাক্সের মুখোমুখি দাঁড়িয়ে।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...