মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৮০৬-৮১০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

 আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার


৮০৬

সুষমা/  প্রকৃতি/  মানবতা
        )  নারী  (
যাঁর গর্ভে সবাই জাত ।


৮০৭

নির্ঝঞ্ঝাট/  আটপৌরে/  নিরভিমান
           )   ভদ্রলোক (
   মার্জিত হয়ে কাটে দিনকাল ।

৮০৮

একান্নবর্তি/  সহমর্মি / সমচিন্তক
          ) অবিচ্ছিন্ন (
    হলে বেশ সাহস বাড়ে ।

৮০৯

ধৈর্য / সময়/  আশা
    )  প্রতীক্ষা  (
করি শুধু সময়ের জন্য ।

৮১০

ঋণহীন / প্রতীকী/  বৈবাহিক
       ) কনকান্ঞ্জলী  (
সে বড় বিষাদের মুহূর্ত ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...