আর একটা তাজমহল
রোশেনারা খান
আমাদের ভালোবাসা অমর করে রাখতে তুমি হয়ত আর
একটা তাজমহল গড়তে পারবেনা।
কিন্তু আমি আর একটা যমুনা সৃষ্টি করতে পারি।
যদি কোনো কলম্বাস সেই যমুনার উৎস সন্ধানে উজানে পাড়ি দেয়,
তবে ঠিক সে খুঁজে পাবে দুটি নীল চোখ।
যে চোখ দেখে একদিন তুমি বলেছিলে, কবি হাফিজ তাঁর প্রিয়তমার চিবুকের একটি তিলের জন্য বসরা সমরখনদ্
বিলিয়ে দিতে চেয়েছিলেন! আমি তোমার ওই দুটি চোখের জন্য গড়ে দিতে পারি
আর একটা তাজমহল।
রোশেনারা খান
আমাদের ভালোবাসা অমর করে রাখতে তুমি হয়ত আর
একটা তাজমহল গড়তে পারবেনা।
কিন্তু আমি আর একটা যমুনা সৃষ্টি করতে পারি।
যদি কোনো কলম্বাস সেই যমুনার উৎস সন্ধানে উজানে পাড়ি দেয়,
তবে ঠিক সে খুঁজে পাবে দুটি নীল চোখ।
যে চোখ দেখে একদিন তুমি বলেছিলে, কবি হাফিজ তাঁর প্রিয়তমার চিবুকের একটি তিলের জন্য বসরা সমরখনদ্
বিলিয়ে দিতে চেয়েছিলেন! আমি তোমার ওই দুটি চোখের জন্য গড়ে দিতে পারি
আর একটা তাজমহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন