কবিতা
ছায়াযুদ্ধের রণনীতি
সৌতিক হাতি
মাঝে মাঝে হেরে যাওয়া ভালো।
ছায়াযুদ্ধের রণনীতি
শিখতে শিখতে...
এ জীবন বেঁচে নেওয়া ভালো৷
ঝড়ের সন্নিবেশে বজ্রগর্ভ মেঘের
শীৎকার এই বেশ,
পক্বকেশে বারবনিতার কালো
অথবা চিলেকোঠার আলো।
মাঝে মাঝে হেরে যাওয়া ভালো
অদ্ভুত অসম্ভবে বৈভবের পাশবালিশ
ছেড়ে কাশের বনে সঙ্গোপনে
জীবন খুঁজে নেওয়া ভালো।
রাষ্ট্র বোঝেনি তোমার অস্তিত্বযাপন,
কাঁপন তোমার শরীর মনে
ভাত ডাল আর প্রিয়ার সংস্থানে,
অলীক যানে মন্ত্রী টহল
স্তব স্তূতির চরণামৃতে রাষ্ট্র মাতে,
একলা রাতে দলছুট মেঘের সাথে
বিড়ির ধোঁয়া মিশে যায়...
মাঝে মাঝে হেরে যাওয়া ভালো
আরও ভালো হারতে হারতে
জিতে যাওয়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন