ব্যস্ততার অবসরে...
আমিনুল ইসলাম
নাব্যতা হারিয়েছে
জাহাজ!
মাস্তুলে
অতর্কিত বাতাসের
দম্ভ!
প্রকট
সন্ধিবিচ্ছেদ কালে
বিদ্যুতের প্রণয়ে
উঠে এসেছিলো
গোলাপের গহীন
অন্তরঙ্গতা
আমার দেহ ও মনে
শুকনো মৌচাক!
অসার উচ্চাভিলাস...
যাপনগুলো খুলে
পড়ছিলো উচ্ছিষ্ট
বোতলের সাথে-
সেদিন-
অবোধ বালকের
স্নায়ুযুদ্ধে
তুমিও সামিল ছিলে!
আমি ও
আমাদের মৌনতা জুড়ে
অনুযোগের কালো
পোশাক!
ধীর লয়ে পা ফেলে
হেঁটে যাওয়ার পর
অনেকগুলো
নিস্তব্ধতা জড়িয়ে
ধরেছিলো...
তারপর-
অনেক ঢিলেঢালা
চরিত্রের ভাস্কর্য
সংগ্রহ করে
তাদের অনুবাদে
ব্যস্ত হয়েছিলো শহর...
আমিনুল ইসলাম
নাব্যতা হারিয়েছে
জাহাজ!
মাস্তুলে
অতর্কিত বাতাসের
দম্ভ!
প্রকট
সন্ধিবিচ্ছেদ কালে
বিদ্যুতের প্রণয়ে
উঠে এসেছিলো
গোলাপের গহীন
অন্তরঙ্গতা
আমার দেহ ও মনে
শুকনো মৌচাক!
অসার উচ্চাভিলাস...
যাপনগুলো খুলে
পড়ছিলো উচ্ছিষ্ট
বোতলের সাথে-
সেদিন-
অবোধ বালকের
স্নায়ুযুদ্ধে
তুমিও সামিল ছিলে!
আমি ও
আমাদের মৌনতা জুড়ে
অনুযোগের কালো
পোশাক!
ধীর লয়ে পা ফেলে
হেঁটে যাওয়ার পর
অনেকগুলো
নিস্তব্ধতা জড়িয়ে
ধরেছিলো...
তারপর-
অনেক ঢিলেঢালা
চরিত্রের ভাস্কর্য
সংগ্রহ করে
তাদের অনুবাদে
ব্যস্ত হয়েছিলো শহর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন