তুমি
সুধাংশুরঞ্জন সাহা
(এক)
তুমি আমার মাঝদুপুর,
কথা বলার অনামীপুর ।
তুমি আমার হারানো দিন,
শোধ না করা হাজার ঋণ ।
তুমি সুইমিংপুলে সাঁতার,
শঙ্কাহীন রাতের আঁধার ।
(দুই)
তোমার ঠোঁটের মতো
অভিমানী তীব্র জ্বরে
সারা রাত পুড়ে যাই
জ্বলে যাই একা ঘরে ।
(তিন)
তোমার দু'চোখের
বরফগলা জলের
আবেগের স্রোতে,
আর আমার কপালে
দেয়া জলপট্টিতে
নদী লেগে থাকে।
------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন