সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৮৩৬-৮৪০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার

৮৩৬

স্থিরতাহীন/  অপূর্ণ/  নেতিবাচক
        ) পরীক্ষামূলক  (
তবুও এগিয়ে যেতে হয় ।

৮৩৭

উপেক্ষা/  আগ্রহহীন/  কল্পনাময়
        ) উদাসীনতা  (
বসবাস তাদের অন্য কোনখানে ।

৮৩৮

রাম/  কৃষ্ণ/  কিশলয়
    ) দূর্বাদলশ্যাম (
সব আমাদের ভেতরে মিশেছে

৮৩৯

স্মৃতিকথা/  নস্টালজিয়া/  অতীত
         ) আত্মজীবনী  (
  পুরনো সমাজ চেনা যায় ।

৮৪০

দরকারি/  গুরুত্বপূর্ণ/  চাহিদা
       ) প্রয়োজন  (
না থাকলে সব অবান্ঞ্ছিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...