বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

সৌমিত্র রায় - এর জন্য গদ্য ১৪৯ || প্রভাত চৌধুরী || ধারাবাহিক বিভাগ

সৌমিত্র রায় - এর জন্য গদ্য

প্রভাত চৌধুরী



১৪৯.

দীপংকর ঘোষের মতো আরো কয়েকজন আছেন বা ছিলেন কবিতাপাক্ষিক পরিবারে , যাঁদের সম্পর্কেও আলাদা করে লেখা উচিত আমার। কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় উৎসবের ঘণ্টা বেজে গেছে , সেকারণে এই বিশ্লেষণ এখন মুলতুবি রাখলাম।

তবে উৎসবে প্রবেশের আগে কবিতাপাক্ষিকের গাইড-লাইন সম্পর্কে দু-চার কথা বলে রাখতে চাইছি।প্রথমেই পুরস্কার-পর্ব।

এবং প্রথমেই স্বজনপোষণের পক্ষে গুটিকয় স্বীকারোক্তি জানিয়ে রাখতে চাইছি।

অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে চেয়েছি আমরা। আমরাও আমাদের আত্মজনদের পুরস্কৃত বা সম্মানীত করার চেষ্টা করেছি। কখনোই তা থেকে সরে আসিনি। সরে আসার প্রলোভনও ছিল।কিন্তু আমার সামন্ততন্ত্রের প্রতি বিপুল অনুরাগ তা হতে দেয়নি। মধ্যস্বত্বভোগী-র রক্ত এবং অহংকার- কে এর জন্য দায়ী করি আমি। কারো কাছে অনুকম্পা চাইতে গেলে মেরুদণ্ড আপত্তি করে। মনে করিয়ে দেয় , আমি লিখেছিলাম :

জুতোর ফিতে বাধার সময় ছাড়া যে মানুষ নতজানু হয় তাকে করুণা করতে শেখো।

নিজেকে কখনোই করুণার পাত্র রূপে উপস্থিত করতে চাইনি। এবার জানিয়ে রাখছি প্রথম কয়েক বছরের পুরস্কৃত / সম্মানীতদের নাম :

কবিতাপাক্ষিক সম্মান ১৪০৪

অমিতেশ মাইতি পিনাকী ঘোষ রফিক উল ইসলাম সুব্রত চেল মানসকুমার চিনি যশোধরা রায়চৌধুরী সুদীপ বসু সুমিতেশ সরকার এবং কৃত্তিবাস , শতভিষা পত্রিকাদ্বয়।

সনাতন দে স্মৃতি পুরস্কার ১৪০৪ : নাম ঘোষণা হয়নি


কবিতাপাক্ষিক সম্মান ১৪০৫

অরুণকুমার চট্টোপাধ্যায় কেষ্ট চট্টোপাধ্যায় চিত্ত ভট্টাচার্য মধু চট্টোপাধ্যায় সুধাংশু সেন ধীমান চক্রবর্তী অংশুমান কর সুবীর সরকার এবং কবিপত্র

সনাতন দে স্মৃতি পুরস্কার ১৪০৫: সমীর রায়চৌধুরী


কবিতাপাক্ষিক সম্মান ১৪০৬

অমিতাভ মৈত্র মুরারি সিংহ তীর্থঙ্কর মৈত্র জয়দীপ চক্রবর্তী কৌশিক চট্টোপাধ্যায় এবং কবিতা পরিচয়

সনাতন দে স্মৃতি পুরস্কার ১৪০৬ : প্রণবেন্দু দাশগুপ্ত


কবিতাপাক্ষিক সম্মান ১৪০৭

রজতশুভ্র গুপ্ত নিখিলকুমার সরকার কানাইলাল জানা বিভাবসু শুভাশিস গঙ্গোপাধ্যায় এবং গল্পকবিতা

সনাতন দে স্মৃতি পুরস্কার : আলোক সরকার


কবিতাপাক্ষিক সম্মান ১৪০৮

কৌশিক চক্রবর্তী রথীন বন্দ্যোপাধ্যায় রামকিশোর ভট্টাচার্য রুদ্র কিংশুক শুভশ্রী রায়  এবং 

অজ্ঞাতবাস ভাইরাস

সনাতন দে স্মৃতি পুরস্কার ১৪০৮: মণীন্দ্র গুপ্ত


কবিতাপাক্ষিক সম্মান ১৪০৯

গুরুদাস বন্দ্যোপাধ্যায় পিনাকীরঞ্জন সামন্ত রাজকুমার রায়চৌধুরী শ্যামলবরণ সাহা সন্দীপ বিশ্বাস এবং আত্মপ্রকাশ এবং পত্রিকাদ্বয়

সনাতন দে স্মৃতি পুরস্কার ১৪০৯ : নারায়ণ মুখোপাধ্যায়


অরুণ মিত্র স্মারক সম্মান 2001 : রাজকল্যাণ চেল

অরুণ মিত্র স্মারক সম্মান2002 : পুণ্যশ্লোক দাশগুপ্ত


এই তালিকা থেকে কেউ কেউ যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানে শিফ্ট করেছেন।আবার এমন আমরা করেছি সম্মান দেবার পরই আমরা তাদের কবিতাপাক্ষিকের এডিটোরিয়াল টিমে নিয়ে এসেছি। আমি আমার দোষ স্বীকার করলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...