সোমবার, ২৪ আগস্ট, ২০২০

শব্দ'৫ কবিতা দশটি || জয়ন্ত চট্টোপাধ্যায় || কবিতার সাম্প্রতিক প্রবণতা

শব্দ'৫ কবিতা    || দশটি
জয়ন্ত চট্টোপাধ্যায়

১.
হাসির চেয়ে বিষ বেশি ঠোঁটে

২.
চোখ খুললে আকাশ এবং আগুন।

৩.
মরানদীর বুকে দুঃখ জমা রাখি।

৪.
বেপরোয়া নদী ঝাঁপায় দুরন্ত রাখাল।

৫.
সব রাখাল কৃষ্ণ নয়,শকুনিও।

৬.
কুঞ্জপথের ধুলো মাখে মধুগন্ধ ক্লোরোফর্ম।

৭.
উঠোনের ঘাস প্রতিবাদ গন্ধ মাখেনি।

৮.
সূর্যতেজ ধুয়ে দেয় যাপনের ক্লেদ।

৯.
কবন্ধের হাসির শব্দে প্রত্যয়হীন কারুণ্য।

১০.
মৌটুসীর সুরে নগ্ন হয় ফুল।




গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...