কবিতা
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৭
সোমনাথ বেনিয়া
এই হাড় ফিমার, আঘাত করবো নিজের মাথায়, ছপাং ঘিলু
রোদের ফোটন খুঁটে খাবে, ক্যালোরি নিয়ে দৌড়াবে জগৎ
ওই হাঁপানো জিভে লেগে থাক স্বাদের প্রয়োজনীয় ইতিকথা
ভীষণ সুন্দর ভেবে ছায়ার গায়ে হেলান দিয়ে স্বপ্ন বুনুক
কার কাছে চাইবো একহাত গর্ত, নির্জনতা ঢেলে ডোবা বানাবো
চুলের আণুবীক্ষণিক অংশ দেখা গেলে ধরবে এটুকুই সত্য
কেউ তেল নিয়ে ছুটবে বেলচার তলপেটে ব্যথার নিরাময়ে
তখনই বুঝে নেওয়া আঙুলের ফোসকা ফুচকার জলছবি
সূর্য তেঁতুল দানার রঙ ধরে গা ডোবাবে ক্লোরিন মেশানো জলে
খাদ্যনালী যেন সুয়েজ খাল, গড়িয়ে নামছে চাহিদার মগ্ন তরল
কিছুটা ছটফট বাতাসে আধুনিক চিত্রকলার প্রায় ধরে ঘুমাবে
এই প্রদর্শশালায় দর্শক এসে খুঁজবে তার প্রিয় মাটির গন্ধ
প্রত্যেকেই খোলা মনের ঘর, পিছনের খিড়কি কার দোষে বন্ধ
উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৭
সোমনাথ বেনিয়া
এই হাড় ফিমার, আঘাত করবো নিজের মাথায়, ছপাং ঘিলু
রোদের ফোটন খুঁটে খাবে, ক্যালোরি নিয়ে দৌড়াবে জগৎ
ওই হাঁপানো জিভে লেগে থাক স্বাদের প্রয়োজনীয় ইতিকথা
ভীষণ সুন্দর ভেবে ছায়ার গায়ে হেলান দিয়ে স্বপ্ন বুনুক
কার কাছে চাইবো একহাত গর্ত, নির্জনতা ঢেলে ডোবা বানাবো
চুলের আণুবীক্ষণিক অংশ দেখা গেলে ধরবে এটুকুই সত্য
কেউ তেল নিয়ে ছুটবে বেলচার তলপেটে ব্যথার নিরাময়ে
তখনই বুঝে নেওয়া আঙুলের ফোসকা ফুচকার জলছবি
সূর্য তেঁতুল দানার রঙ ধরে গা ডোবাবে ক্লোরিন মেশানো জলে
খাদ্যনালী যেন সুয়েজ খাল, গড়িয়ে নামছে চাহিদার মগ্ন তরল
কিছুটা ছটফট বাতাসে আধুনিক চিত্রকলার প্রায় ধরে ঘুমাবে
এই প্রদর্শশালায় দর্শক এসে খুঁজবে তার প্রিয় মাটির গন্ধ
প্রত্যেকেই খোলা মনের ঘর, পিছনের খিড়কি কার দোষে বন্ধ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন