আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার
৬৮৬
তপস্যা/ নির্জন/ সত্যজ্ঞান
) তপস্বী (
সময় হার মেনে যায় ।
৬৮৭
মিতভাষী/ বিনয়ী/ ;আন্তরিক
) সজ্জন (
এ যুগে ক'জন মেলে!
৬৮৮
ব্রোঞ্জ/ মাটি/ পাথর
) ভাস্কর্য (
ছেনি হাতুড়ি বাটালি শিল্পদৃষ্টি ।
৬৮৯
রং/ তুলি/ ক্যানভাস
) চিত্র (
কি করে হয় জীবন্ত !
৬৯০
মৃতদেহ/ শীতল/ কুগন্ধ
) মর্গ (
দেহ অপেক্ষায় দগ্ধ হতে ।
নীলাঞ্জন কুমার
৬৮৬
তপস্যা/ নির্জন/ সত্যজ্ঞান
) তপস্বী (
সময় হার মেনে যায় ।
৬৮৭
মিতভাষী/ বিনয়ী/ ;আন্তরিক
) সজ্জন (
এ যুগে ক'জন মেলে!
৬৮৮
ব্রোঞ্জ/ মাটি/ পাথর
) ভাস্কর্য (
ছেনি হাতুড়ি বাটালি শিল্পদৃষ্টি ।
৬৮৯
রং/ তুলি/ ক্যানভাস
) চিত্র (
কি করে হয় জীবন্ত !
৬৯০
মৃতদেহ/ শীতল/ কুগন্ধ
) মর্গ (
দেহ অপেক্ষায় দগ্ধ হতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন