সৌমিত্র রায় - এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
৯৮.
এবার তো মুরারি সিংহ-র কথা লিখতেই হয়। অনেক আগেই লেখার কথা। কবিতাপাক্ষিক - এ আগমনের ক্যালেন্ডারের তারিখের হিসেব।
মুরারি-কে পেয়েছিলাম বর্ধমান বইমেলায়। ১৯৯৭-এ। তখন মেলা হত টাউনহলের মাঠে। স্টলে আসা-যাওয়ার সূত্রে পরিচয়। সেসব কথা ' আমাদের মুরারি সিংহ ' বইটির জন্য তোলা থাক। এখন বরং মুরারি সিংহ বিরচিত কাব্যগ্রন্থগুলির নামগুলি জানিয়ে রাখতে চাইছি :
১॥ অটোগ্রাফের খাতা ॥ বইমেলা ১৯৯৯ ।
২॥ উচ্চবলনশীল কবিতা ॥ বইমেলা ২০০০ ।
৩॥ বৃষ্টির ক্লাশরুম॥ বইমেলা ২০০২
৪॥বিউটি কনটেস্ট ॥ বইমেলা ২০০৪
৫॥গতরখাকিমঙ্গল কাব্য॥ বইমেলা ২০০৬
৬॥ পরপুরুষের পাঁচালি ॥ বইমেলা ২০০৫
৭॥ ধিতাং ॥জানুয়ারি ২০০৭
৮॥ লিপস্টিকে ভেজা সন্ধ্যা ॥ শারদ ২০১০
৯॥প্রেম-ভর্তি পাউচগুলি, কবিতার॥২০১২
মুরারি সিংহ- র কবিতার বই-এর নামগুলির পর প্রদান করছি কিছু কবিতার নাম :
১॥ খইবেলা/ কাগজের বকলেশ /চুম্বনাঙ্ক ।
২॥ কুয়োতলার পাণ্ডুলিপি/ সঙ্গদোষের কবিতা ।
৩॥ গন্ধ-সাবানের ছেলেবেলা/বহুজাতিক তীর্থক্ষেত্র/
জলতেষ্টার কবিতা
৪॥ গ্রাম-নাম সৎ হ্যায়/ উলুজ্বর /নিপাতনে সিদ্ধ পঙ্ ক্তিমালা/
৫॥ গতরখাকিমঙ্গল কাব্য একটিই দীর্ঘকবিতা।আলাদা করে কোনো নাম ছিল না।
৬॥ আমি ও একটি রবীন্দ্রগান /একপিস ভূমিকম্প/ রক্তচন্দন ওরফে পেনফ্রেন্ড /তিনফোঁটা রোদ
৭॥ ধিতাং-ও একটি দীর্ঘকবিতা।
৮॥লিপস্টিকে ভেজা সন্ধ্যা --- দীর্ঘকবিতা।
৯॥ প্রেম-ভর্তি পাউচগুলি , কবিতার -- দীর্ঘকবিতা
মুরারি সিংহ-র নির্বাচিত কবিতায় অগ্রন্থিত কবিতা থেকে গুটিকয় নাম :
১॥ চিলিচিকেন খাবার আগে
২॥ চিলিচিকেন খাবার পরে
৩॥ পানকৌড়ির উপকথা
৪॥ কুয়াশা- ব্রহ্ম
৫॥ দ্রাবিড় চুলকানি
মুরারি সিংহ- র কবিতা সম্পর্কে একটি কথাও বললাম না। বলছিও না। বলার সময় হলেই বলব। বলার কথাটা তো আজই শেষ হয়ে যাচ্ছে না। আর আমাকেই বা সবটা বলতে হবে কেন ! অন্যদেরও কিছু কথা বলার থাকতে পারে। সেকারণে মুরারি-র কবিতার বইগুলির নাম দিলাম। এবং কিছু কবিতার নামও দিলাম। একজন পাঠকও যদি নামগুলি থেকে আকৃষ্ট হন , তাহলেই এই লেখার সার্থকতা।
মুরারি সিংহ-র কবিতা সম্পর্কে একটি মাত্র জরুরি কথা বলে রাখতে চাই : মুরারি এখন পর্যন্ত একটিও বাজারি কবিতা লিখতে সক্ষম হয়নি। যা লিখেছে তার সবটাই ' মুরারি সিংহ-র কবিতা '।
এখন মুরারি -র গদ্যচর্চার নিদর্শনগুলি জানিয়ে রাখতে চাইছি। এক্ষেত্রেও কেবলমাত্র বইগুলির নামগুলিই প্রদর্শন করছি :
১॥পোস্টমডার্ন রবীন্দ্রনাথ
২॥ পোস্টমডার্ন ও চর্যাপদ
৩॥ পোস্টমডার্ন ও পরকীয়া
৪॥ বোধের জগৎ : জীবনানন্দ ও রবীন্দ্রনাথ
৫॥ পোস্টমডার্ন ও জয় মা কালী
৬॥ পোস্টমডার্ন ও বুদ্ধধর্ম
৭॥ পোস্টমডার্ন ও হরপ্পা-মহেঞ্জোদারো
৮॥ পোস্টমডার্ন ও ছোটোলোকের গলাবাজি
এই দশটি বই পোস্টমডার্ন চিন্তা-চেতনা জাত রচনা। এর বেশি কিছুই বলতে চাইছি না। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, তা হল ১৯৯৭ -এ বর্ধমানের টাউনহলের বইমেলায় যদি মুরারি সিংহ -র দ্যাখা না হত , তাহলে এই গদ্য বইগুলির জন্য বাংলাবাজারের সব কটি পুরস্কার মূরারি সিংহ পেয়ে যেত ড্যাংড্যাং করে। আর তা না হবার জন্য এখনো বহু কুকুর ঠ্যাং তুলে লাইটপোস্টে সশব্দে প্রস্রাব করে।
প্রভাত চৌধুরী
৯৮.
এবার তো মুরারি সিংহ-র কথা লিখতেই হয়। অনেক আগেই লেখার কথা। কবিতাপাক্ষিক - এ আগমনের ক্যালেন্ডারের তারিখের হিসেব।
মুরারি-কে পেয়েছিলাম বর্ধমান বইমেলায়। ১৯৯৭-এ। তখন মেলা হত টাউনহলের মাঠে। স্টলে আসা-যাওয়ার সূত্রে পরিচয়। সেসব কথা ' আমাদের মুরারি সিংহ ' বইটির জন্য তোলা থাক। এখন বরং মুরারি সিংহ বিরচিত কাব্যগ্রন্থগুলির নামগুলি জানিয়ে রাখতে চাইছি :
১॥ অটোগ্রাফের খাতা ॥ বইমেলা ১৯৯৯ ।
২॥ উচ্চবলনশীল কবিতা ॥ বইমেলা ২০০০ ।
৩॥ বৃষ্টির ক্লাশরুম॥ বইমেলা ২০০২
৪॥বিউটি কনটেস্ট ॥ বইমেলা ২০০৪
৫॥গতরখাকিমঙ্গল কাব্য॥ বইমেলা ২০০৬
৬॥ পরপুরুষের পাঁচালি ॥ বইমেলা ২০০৫
৭॥ ধিতাং ॥জানুয়ারি ২০০৭
৮॥ লিপস্টিকে ভেজা সন্ধ্যা ॥ শারদ ২০১০
৯॥প্রেম-ভর্তি পাউচগুলি, কবিতার॥২০১২
মুরারি সিংহ- র কবিতার বই-এর নামগুলির পর প্রদান করছি কিছু কবিতার নাম :
১॥ খইবেলা/ কাগজের বকলেশ /চুম্বনাঙ্ক ।
২॥ কুয়োতলার পাণ্ডুলিপি/ সঙ্গদোষের কবিতা ।
৩॥ গন্ধ-সাবানের ছেলেবেলা/বহুজাতিক তীর্থক্ষেত্র/
জলতেষ্টার কবিতা
৪॥ গ্রাম-নাম সৎ হ্যায়/ উলুজ্বর /নিপাতনে সিদ্ধ পঙ্ ক্তিমালা/
৫॥ গতরখাকিমঙ্গল কাব্য একটিই দীর্ঘকবিতা।আলাদা করে কোনো নাম ছিল না।
৬॥ আমি ও একটি রবীন্দ্রগান /একপিস ভূমিকম্প/ রক্তচন্দন ওরফে পেনফ্রেন্ড /তিনফোঁটা রোদ
৭॥ ধিতাং-ও একটি দীর্ঘকবিতা।
৮॥লিপস্টিকে ভেজা সন্ধ্যা --- দীর্ঘকবিতা।
৯॥ প্রেম-ভর্তি পাউচগুলি , কবিতার -- দীর্ঘকবিতা
মুরারি সিংহ-র নির্বাচিত কবিতায় অগ্রন্থিত কবিতা থেকে গুটিকয় নাম :
১॥ চিলিচিকেন খাবার আগে
২॥ চিলিচিকেন খাবার পরে
৩॥ পানকৌড়ির উপকথা
৪॥ কুয়াশা- ব্রহ্ম
৫॥ দ্রাবিড় চুলকানি
মুরারি সিংহ- র কবিতা সম্পর্কে একটি কথাও বললাম না। বলছিও না। বলার সময় হলেই বলব। বলার কথাটা তো আজই শেষ হয়ে যাচ্ছে না। আর আমাকেই বা সবটা বলতে হবে কেন ! অন্যদেরও কিছু কথা বলার থাকতে পারে। সেকারণে মুরারি-র কবিতার বইগুলির নাম দিলাম। এবং কিছু কবিতার নামও দিলাম। একজন পাঠকও যদি নামগুলি থেকে আকৃষ্ট হন , তাহলেই এই লেখার সার্থকতা।
মুরারি সিংহ-র কবিতা সম্পর্কে একটি মাত্র জরুরি কথা বলে রাখতে চাই : মুরারি এখন পর্যন্ত একটিও বাজারি কবিতা লিখতে সক্ষম হয়নি। যা লিখেছে তার সবটাই ' মুরারি সিংহ-র কবিতা '।
এখন মুরারি -র গদ্যচর্চার নিদর্শনগুলি জানিয়ে রাখতে চাইছি। এক্ষেত্রেও কেবলমাত্র বইগুলির নামগুলিই প্রদর্শন করছি :
১॥পোস্টমডার্ন রবীন্দ্রনাথ
২॥ পোস্টমডার্ন ও চর্যাপদ
৩॥ পোস্টমডার্ন ও পরকীয়া
৪॥ বোধের জগৎ : জীবনানন্দ ও রবীন্দ্রনাথ
৫॥ পোস্টমডার্ন ও জয় মা কালী
৬॥ পোস্টমডার্ন ও বুদ্ধধর্ম
৭॥ পোস্টমডার্ন ও হরপ্পা-মহেঞ্জোদারো
৮॥ পোস্টমডার্ন ও ছোটোলোকের গলাবাজি
এই দশটি বই পোস্টমডার্ন চিন্তা-চেতনা জাত রচনা। এর বেশি কিছুই বলতে চাইছি না। তবে একটা কথা না বলে থাকতে পারছি না, তা হল ১৯৯৭ -এ বর্ধমানের টাউনহলের বইমেলায় যদি মুরারি সিংহ -র দ্যাখা না হত , তাহলে এই গদ্য বইগুলির জন্য বাংলাবাজারের সব কটি পুরস্কার মূরারি সিংহ পেয়ে যেত ড্যাংড্যাং করে। আর তা না হবার জন্য এখনো বহু কুকুর ঠ্যাং তুলে লাইটপোস্টে সশব্দে প্রস্রাব করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন