কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
মিতা মানে মিত্রপক্ষ । অরূপ আচার্য । কবিতা পাক্ষিক । দশ টাকা ।
১৯৯৪ সালে প্রকাশিত কবি অরূপ আচার্যের দ্বিতীয় কাব্যগ্রন্থ ' মিতা মানে মিত্রপক্ষ ' তে অতীতে যে অবস্থান তাঁর কবিতার জন্য ছিল তা আজকের দিনে এসে একচুলও সরেনি । না সরার কারণ : ' দ্যাখো এইখানে রোদের ভিতর/ বসে আছে প্রশান্ত চিল/ গোলাপের আলো নিয়ে আলোর পুরুষ । ' ( ভিতরে কে যেন নেই ') ; ' আলো আর সিঁদুর নিয়ে বিদ্রোহী নায়ক/ মিতার অস্তিত্বের অমল জোনাকি । ' ( 'গৃহকপোতী ') , 'মিতা আসবেনা বলে একজন মৃতদেহ থেকে জেগে উঠে/ একা একা গান গাইছে ' ( ' মিতা আসবে বলে ') - র মতো পংক্তির গুণে । যেখানে খুঁজে পাই শব্দের অলঙ্ঘ তির যা বুকে বেঁধে থাকে, প্রেমের প্রাণবন্ত আকর্ষণ, সর্বোপরি কবিতার প্রতি বিশ্বাস ।
অরূপের পরবর্তী বইগুলো পড়ার সৌভাগ্য হওয়ায় বুঝে ফেলি তিনি কবিতার দিকে আগের থেকে ধীরে ধীরে অনেক বেশি কুশলী ও বোধের দিক থেকে অনুভবী হয়ে উঠেছেন ।
এ কথা সত্য যে কোনো কোনো কবিতার ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা যেতে পারে কিছু অতিরিক্ত কথা লেখার ঝোঁক এখানে দেখা গেছে, তবে তা পুষিয়ে যায় তাঁর: ' মিতা মানে মিত্রপক্ষ, কবিতার পাখি/ উড়ে আসে অলৌকিক আলো নিয়ে শাদা হাঁস '
( ' মিতা মানে মিত্রপক্ষ ') মতো উচ্চারণে ।
মিতা মানে মিত্রপক্ষ । অরূপ আচার্য । কবিতা পাক্ষিক । দশ টাকা ।
১৯৯৪ সালে প্রকাশিত কবি অরূপ আচার্যের দ্বিতীয় কাব্যগ্রন্থ ' মিতা মানে মিত্রপক্ষ ' তে অতীতে যে অবস্থান তাঁর কবিতার জন্য ছিল তা আজকের দিনে এসে একচুলও সরেনি । না সরার কারণ : ' দ্যাখো এইখানে রোদের ভিতর/ বসে আছে প্রশান্ত চিল/ গোলাপের আলো নিয়ে আলোর পুরুষ । ' ( ভিতরে কে যেন নেই ') ; ' আলো আর সিঁদুর নিয়ে বিদ্রোহী নায়ক/ মিতার অস্তিত্বের অমল জোনাকি । ' ( 'গৃহকপোতী ') , 'মিতা আসবেনা বলে একজন মৃতদেহ থেকে জেগে উঠে/ একা একা গান গাইছে ' ( ' মিতা আসবে বলে ') - র মতো পংক্তির গুণে । যেখানে খুঁজে পাই শব্দের অলঙ্ঘ তির যা বুকে বেঁধে থাকে, প্রেমের প্রাণবন্ত আকর্ষণ, সর্বোপরি কবিতার প্রতি বিশ্বাস ।
অরূপের পরবর্তী বইগুলো পড়ার সৌভাগ্য হওয়ায় বুঝে ফেলি তিনি কবিতার দিকে আগের থেকে ধীরে ধীরে অনেক বেশি কুশলী ও বোধের দিক থেকে অনুভবী হয়ে উঠেছেন ।
এ কথা সত্য যে কোনো কোনো কবিতার ক্ষেত্রে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা যেতে পারে কিছু অতিরিক্ত কথা লেখার ঝোঁক এখানে দেখা গেছে, তবে তা পুষিয়ে যায় তাঁর: ' মিতা মানে মিত্রপক্ষ, কবিতার পাখি/ উড়ে আসে অলৌকিক আলো নিয়ে শাদা হাঁস '
( ' মিতা মানে মিত্রপক্ষ ') মতো উচ্চারণে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন