সমান্তরাল চক্রবুহ
শুভ্রনীল চক্রবর্তী
একটা শিহরিত কালবেলা
ইচ্ছের উপর ডানা সাজিয়ে পাখী বসে আছে
মানুষ সাজার অপেক্ষায়
ধীরে ধীরে পালক খুলে
লাগিয়ে নিচ্ছে --
রঙিন মোড়ক
রস আস্বাদন
পার্থিব সুখ
খাঁচার আস্ফালনে পুড়ে নিচ্ছে
চার দেওয়াল -- সংসার যাতনা
অমোঘের চোঁখে চুম্বক
বনস্পতির শরশয্যা ইস্পাতের ঘুলঘুলি বেয়ে
নিষিক্ত করছে ইচ্ছে ডানা
অবয়ব
রিপু দোষ
চক্রবুহ
পাখীরা একে একে আসছে
খাঁচার দরজায় রাখা আছে
রঙিন মোড়ক
রস আস্বাদন
পার্থিব সুখ
শুভ্রনীল চক্রবর্তী
একটা শিহরিত কালবেলা
ইচ্ছের উপর ডানা সাজিয়ে পাখী বসে আছে
মানুষ সাজার অপেক্ষায়
ধীরে ধীরে পালক খুলে
লাগিয়ে নিচ্ছে --
রঙিন মোড়ক
রস আস্বাদন
পার্থিব সুখ
খাঁচার আস্ফালনে পুড়ে নিচ্ছে
চার দেওয়াল -- সংসার যাতনা
অমোঘের চোঁখে চুম্বক
বনস্পতির শরশয্যা ইস্পাতের ঘুলঘুলি বেয়ে
নিষিক্ত করছে ইচ্ছে ডানা
অবয়ব
রিপু দোষ
চক্রবুহ
পাখীরা একে একে আসছে
খাঁচার দরজায় রাখা আছে
রঙিন মোড়ক
রস আস্বাদন
পার্থিব সুখ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন