বুলগেরিয়া আধুনিক কবিতা
রুদ্র কিংশুক
সাশো সেরাফিমোভ-এর কবিতা
১.
লোকজ্ঞান
স্বদেশ বিষয়ে এত গভীর টান যে
আমি তাকে ভালোবাসতে আরম্ভ করেছিলাম। আশ্চর্য নয়!
আমি আর দেশকে ভালবাসি না,
আমার কাজকে না,
আমার স্বপ্নগুলোকে না,
ভালোবাসি না আমার ইতিহাস,
আমার বিশ্বাস,
আর তবুও আমি বেঁচেবর্তে আছি
অন্যদেরও ভাবতে দাও
কি কঠিন কাজ এটা
ঈশ্বরহীনের ভালোবাসা।
২.
জীবনের ইতিহাস
চিন্তা করো না পৃথিবী ঘুরছে।
প্রত্যেকেই নিজের জায়গা নেবে।
প্রত্যেক টুপির জন্য থাকবে একটা হ্যাঙার।
প্রত্যেক গাধার জন্য --- একটা আরাম কেদারা।
উল্লাস করো আর চুম্বন দাও।
ক্ষুধার্ত দেখবে রুটি,
পিপাসার্ত জল,
বিষন্ন মানুষ আবিষ্কার করবে আনন্দ ।
কিন্তু ভদ্রমহোদয়গণ, মৃত্যুকে ভুলবেন না।
সেও আমাদের সঙ্গে বসতে চায়।
মানুষের ভেতর সে আরাম পায়।
তার ক্ষমতা আছে জোড়া দেয়ার আর ভেঙে ফেলার
অশ্রু, যন্ত্রণা ও ধুলো সহ ।
জীবনের ইতিহাস সংক্ষিপ্ত।
মহাকাল সেটাই সত্য বলে জানায়।
৩.
গুজব
আমার মনে পড়ে একজন কবিকে
প্রথম বুলগেরিয়া রাষ্ট্র থেকে ।
তিনি ভবিষ্যৎ ঘোষণা করলেন যে
একটা দ্বিতীয় বুলগেরিয়া রাস্ট্র হবে।
যখন আমি তার লেখা পড়ছিলাম
রাস্ট্র শেষ, এখন সে রপ্তানি হয়ে গেল।
এখন আমি শুনি একজন নতুন কবি এসেছেন, কোন নতুন রাষ্ট্র সম্বন্ধে কিছু শুনিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন