মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

রঙ বদল || কমল কৃষ্ণ কুইলা || কবিতা

রঙ বদল
কমল কৃষ্ণ কুইলা 




আজকে যারে কুৎসা কর
কালকে সে হয় প্রিয়,
শব্দ আছে? জবাব দেবে!
একটু ভেবে নিও।

টাকার কাছে বিবেক বিক্রি
করছে কতো নেতা 
ওদের হাতেই খুশি রবে
মোদের ভারত মাতা!

মেরুদণ্ড সোজা রেখে
কিছু নেতা বাঁচে
কোটি টাকাও মূল্যহীন
তুচ্ছ তাদের কাছে।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...