বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

আটপৌরে কবিতা ৬১১-৬১৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার

৬১১

চিকিৎসা/  সুস্থতা/  নির্ভুল
      ) ধন্বন্তরী  (
কালে কালে দু একজন ।

৬১২

আবরণ/  বাহার/  স্মার্ট
      ) পোশাক  (
গঠনের ওপর নির্ভর করে ।

৬১৩

আনন্দে / সাফল্যে/ স্বীকৃতিতে
          ) হাততালি  (
      না দিলে তৃপ্তি নেই ।

৬১৪

বিস্ময়/  অজ্ঞাত/  অবাস্তব
         ) অলৌকিক  (
মনে ভয় বাসা বাঁধে ।

৬১৫

উজ্জ্বল/  নয়নাভিরাম/ বর্ণময়
             )রঙিন  (
       না হলে  হয়  না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...