বুধবার, ১৯ আগস্ট, ২০২০

আটপৌরে কবিতা ৬৩৬-৬৪০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার



৬৩৬

নালিশ/  অভিযোগ/  দুর্নাম
     ) দোষারোপ  (
প্রমাণ ছাড়া মূল্য নেই ।

৬৩৭

হিংসা / ঈর্ষা/  ক্রুরতা
   ) রোষ  (
যার থাকে আজীবন থাকে ।

৬৩৮

বিতন্ডা/  কোন্দল/  ঝামেলা
         ) ঝগড়া  (
নাহলে কি সংসার জমে ?

৬৩৯

পুত্রগর্বী/  পক্ষপাত/  স্নেহান্ধ
          ) ধৃতরাষ্ট্র (
হলে সন্তানের ভবিষ্যত অন্ধকার ।

৬৪০

কৌতুক/  হাস্যরস/  আমোদ
         ) অট্টহাসি  (
হাসিয়ে মাতিয়ে তোলে সবাইকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...